ঈদে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে কেন্দুয়া বাস স্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © টিডিসি ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া বাস স্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাধা আদায়ের কারণে সেনাবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। স্থানীয় জনগণ এ অভিযানকে স্বাগত জানায়। সোমবার (৯জুন) সন্ধ্যার আগ মুহূর্তে এ বিশেষ অভিযান পরিচালিত হয় বলে জানা যায় স্থানীয় সূত্রে । 

ঈদ, পূজা বিভিন্ন উৎসবে প্রায়শই যাত্রীদের কাছ থেকে এক রকম জোর করেই অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে একটি চক্র । এ প্রেক্ষিতে মোবাইল কোর্টও পরিচালনা করে থাকে উপজেলা প্রশাসন। কিন্তু চক্রটি পরোক্ষণেই সক্রিয় হয়ে ওঠে নানা অজুহাতে। যা সাধারণ যাত্রীদের হয়রানি ছাড়া আর কিছু নয় বলে মনে করেন অনেকে। ফলে এ অভিযানকে স্বাগত জানিয়েছেন তারা সকলেই এবং এমন অভিযান যেনো অব্যাহত থাকে সে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন: ভিকারুননিসার ছাত্রী মেয়েকে সাঁতার শেখাচ্ছিলেন বাবা, পানিতে ডুবে প্রাণ গেল দুজনের

প্রত্যক্ষদর্শী এক দোকানদার বলেন, সন্ধ্যার কাছাকাছি সময়ে কয়েকটি গাড়ি নিয়ে সেনাবাহিনীর সদস্যরা এসেছিলো। ভাড়া যাতে কেউ বেশি না নেন, সে বিষয়ে সতর্ক করেছেন তারা।

চট্টগ্রামবাহী একজন বাসযাত্রী বলেন, অনেকে আছেন ভাড়া ৭০০টাকা, কিন্তু আদায় করছেন ১১০০শত টাকা । যা কারোই কাম্য নয় । এমন অভিযানে আমরা খুবই খুশি।

পৌরসভার যাত্রীসেবা কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা একজন, শাহীন আলম বলেন, সেনাবাহিনীর অভিযানে আমরা সহায়ক ভূমিকা পালন করেছি। তিনি আরো বলেন, এ অভিযানে ক্যাপ্টেন শাহরিয়ার অগ্রভাগে ছিলেন এবং ৪/৫টি বাসের যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফিরিয়েও দেয়া হয়েছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence