রাজধানীতে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে নিহত ২
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ মে ২০২৫, ০১:১২ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৩:১১ PM
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) রাতে রাজধানীতে জমে থাকা পানিতে বিদ্যুতের লাইনের লিকেজ থেকে বিদ্যুতায়িত হয়ে দুই জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন আল আমিন (৩৫) ও মো. আয়নাল (৩০)। তাদের মধ্যে আল আমিন পেশায় দরজি ও আয়নাল রিকশাচালক। শুক্রবার (৩০ মে) তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক।
ডেমরা বড় ভাঙ্গা এলাকায় রিকশা গ্যারেজে বিদ্যুতায়িত হন রিকশাচালক আয়নাল। ঘটনার বর্ণণা দিয়ে তার খালাতো ভাই হাবিবুর রহমান বলেন, আয়নাল বড় ভাঙ্গা এলাকায় রিকশা গ্যারেজে রিকশায় বসে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে গ্যারেজ বৃষ্টির পানিতে তলিয়ে যায়। তখন আয়নাল হঠাৎ বিদ্যুতায়িত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দরজি আল আমিনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মী বাবুল রেজা। তিনি বলেন, আল আমিন গুলিস্তান–সংলগ্ন জিরো পয়েন্ট এলাকার প্রিমিয়াম মার্কেটে দরজির কাজ করতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মার্কেটের গলিতে মালেক শাহ মাজারের গেটের সামনে দোকানে চা পান করতে যাচ্ছিলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল ও গলিতে পানি জমে ছিল। সেখানে পড়ে থাকা বিদ্যুতের তারের লিকেজ থেকে আল আমিন বিদ্যুৎস্পৃষ্ট হন। অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।