জামালপুরে কালবৈশাখীতে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:০৫ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৯:২৭ AM
জামালপুরে ভয়াবহ কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। এতে শিশুসহ অনেকে আহত হয়েছেন এবং বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার (১৭ মে) রাত আটটার দিকে শুরু হওয়া ঝড় চলে রাত ১০টা পর্যন্ত।
ঝড়ে জামালপুরের ইসলামপুর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, মেলান্দহ উপজেলাগুলোয় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ইসলামপুর উপজেলার উলিয়া, ছিটাপাড়া, পাগলাপাড়া, ডেবরাইপেচ, গাইবান্ধা, পাথর্শী, চিনাডুলী, নোয়ারপাড়া, পলবান্ধা এলাকাগুলোয় শতাধিক ঘরবাড়ি বাতাসে উড়ে গেছে। এ ছাড়া ধান, ভুট্টাসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণ পরিসংখ্যান জানানো হয়নি।
সাপধরী এলাকার বাসিন্দা সবিজ রানা বিজয় বলেন, ‘আমার জীবনেও এমন ঝড় দেখিনি। মুহূর্তেই আমাদের বাড়ির দুটি ঘর লন্ডভন্ড হয়ে গেছে। গাছ ও বাঁশের ঝাড় চালে উপড়ে পড়ে। বেঁচে যাওয়া আমাদের জন্য এক অলৌকিক ঘটনা। ঝড়ে আমাদের গ্রামে ২০-২৫ ঘর উড়ে গেছে।’