অপারেশন ডেবিল হান্ট

ঝালকাঠিতে আওয়ামী-যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

১১ মে ২০২৫, ০৩:২০ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৪৫ PM
গ্রেপ্তার চারজন

গ্রেপ্তার চারজন © সংগৃহীত

ঝালকাঠির নলছিটি ও রাজাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ,  ছাত্রলীগ ও যুবলীগের চার নেতা গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতা দমনে পরিচালিত ‘অপারেশন ডেবিল হান্ট’ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
 
শনিবার (১০ মে) বেলা সাড়ে ১১টার দিকে নলছিটি ডিগ্রি কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি মোত্তাকি বিল্লাহকে (৪৫) গ্রেপ্তার করে নলছিটি থানা-পুলিশ। তিনি নলছিটি থানা সড়কের মৃত মাওলানা মোজাফফর হোসেনের ছেলে। 
 
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, মোত্তাকি বিল্লাহর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
 
এর আগের দিন, শুক্রবার (৯ মে) রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা কামাল (৫৮) ও মগড় ইউনিয়নের শ্রীরামপুর এলাকার যুবলীগ সদস্য শফিকুল ইসলাম (৩৭)। মোস্তফা কামাল এলাকায় কামাল ব্যাপারী নামে পরিচিত ও শফিকুল ইসলাম শহিদুল ইসলামের ছেলে।
 
 
নলছিটি থানার ওসি মো. আবদুস সালাম জানান, বিশেষ অভিযান অপারেশন ডেবিল হান্টের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ মে) দ্রুত বিচার আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
 
অপর দিকে অপারেশন ডেবিল হান্টের অংশ হিসেবে শনিবার রাত ৯টার দিকে রাজাপুর উপজেলার পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে রাজাপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. সবুর হাওলাদারকে আটক করে রাজাপুর থানা-পুলিশ। তার বিরুদ্ধে ঝালকাঠি জেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
 
 
বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, আগের করা মামলায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
 
ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, অপারেশন ডেবিল হান্ট মূলত সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও উচ্ছৃঙ্খল রাজনৈতিক তৎপরতা দমনের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। যেই অপরাধ করুক, তাকেই আইনের আওতায় আনা হবে।
 
অভিযান চলাকালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই এই অভিযানকে স্বাগত জানিয়েছেন, কেউ কেউ আবার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেছেন। তবে প্রশাসন জানিয়েছে, এটি সম্পূর্ণ অপরাধ দমনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্…
  • ০২ জানুয়ারি ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে রাজধানীর যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
বিদ্যুৎবিহীন-তালাবদ্ধ রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়ে ছাই প্রা…
  • ০২ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তির পর কারাগারের সামনেই প্রতিপক্ষের গুলিবর্ষণ, এ…
  • ০২ জানুয়ারি ২০২৬
ফজরের নামাজের পূর্বের যে আমলে বৃষ্টির মত বর্ষিত হবে রিযিক
  • ০২ জানুয়ারি ২০২৬
ইসলামি দলগুলো নারী প্রার্থীদের কীভাবে গ্রহণ করেছে—জানালেন ড…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!