মাওলানা রইস উদ্দীন হত্যার প্রতিবাদে আনোয়ারায় সড়ক অবরোধ

সড়ক অবরোধ করে বিক্ষোভ
সড়ক অবরোধ করে বিক্ষোভ  © টিডিসি

আনোয়ারা-বাঁশখালী সড়ক অবরোধ করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দীনের হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

আজ সোমবার (৫ মে) সকালে উপজেলার চাতরী চৌমুহনী চত্বরে সড়কের দুই পাশে দাড়িয়ে সর্বস্তরের সুন্নি জনতা, ইসলামী ছাত্রসেনা ও বিভিন্ন ব্যানারে মানববন্ধন করা হয়। পরে সেখান থেকে বিক্ষোভ সমাবেশ করা হয়।  সড়ক অবরোধ করে প্রতিবাদ করায় দুই পাশে যানবাহন আটকে দীর্ঘ ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। টানা তিন ঘণ্টা অবরোধের পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। 

মানববন্ধন ও সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যারা এ দেশের মধ্যে ইসলামের নাম দিয়ে বিভিন্ন মাজারে ভাঙচুর করে তাদের বলে দিতে চাই, আমাদের সুন্নিরা বারবার রক্ত দিয়েছে, প্রয়োজনে সুন্নিরা রইস উদ্দিনের জন্য আবারও রক্ত দিতে রাজপথে নামবে। দ্রুত সময়ে আমাদের ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আমাদের ঠিকানা হবে রাজপথ।’

এ সময় বক্তরা আরও বলেন, ‘গাজীপুরে মব সৃষ্টি করে তরুণ আলেমে দ্বীন ও সংগঠক মাওলানা রইস উদ্দীনকে নির্যাতন ও বিনা চিকিৎসায় কারা হেফাজতে মৃত্যুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান নেতৃবৃন্দ।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!