ঋণ দেওয়ার কথা বলে ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ২

০৩ মে ২০২৫, ০৮:২০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৬ PM
গ্রেপ্তারকৃত মো. সাজেদুল ইসলাম

গ্রেপ্তারকৃত মো. সাজেদুল ইসলাম © সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার রাতে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই থেকে একজন এবং একই রাতে ঈশ্বরগঞ্জ থেকে অন্যজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১৪ ময়মনসিংহের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (অপারেশন) মো. নাজমুল ইসলাম।

শনিবার বিকালে র‍্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার মো. সাজেদুল ইসলাম (৫০) এবং একই উপজেলার তাসলিমা আক্তার (৩৫)।

নাজমুল ইসলাম বলেন, সাজেদুল ও তাসলিমা ফুলবাড়িয়ায় নিজেদের ‘জনশক্তি’ নামের ঋণ প্রদানকারী অফিসের বড় পদে চাকরি করার কথা বলে ভুয়া পরিচয়পত্র এবং জাল নথিপত্র তৈরি করেন। তারা সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক হাজার ৪০০ মানুষের কাছ থেকে এক বছরে ৮২ লাখ টাকা উত্তোলন করেন। পরে ঋণ দিবে বলে কালক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে তারা মে মাসের প্রথম সপ্তাহে সদস্যদের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

গত ২৪ এপ্রিল সকালে গ্রাহকদের অফিসে আসার কথা বলে তারা পালিয়ে যান বলে জানান নাজমুল ইসলাম।

এ ঘটনায় ফুলবাড়িয়া উপজেলার আছিম হোরবাড়ি এলাকার তানভীর হাসানের স্ত্রী মোছা. ফারহানা খাতুন থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাব কর্মকর্তা নাজমুল ইসলাম।

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬