পাবনায় ট্রেনের ধাক্কায় নারী নিহত
- ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
- প্রকাশ: ০১ মে ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
সজনে নিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার ইচ্ছা ছিল রুপা খাতুনের (৪৫)। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না—পথেই থেমে গেল তার জীবন। পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গুড়া বড়াল ব্রিজ স্টেশনের পূর্ব দিকে চৌবাড়িয়া রেললাইনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুপা খাতুন ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী এবং তিন সন্তানের জননী।
স্থানীয়রা জানান, সকালে রুপা খাতুন মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যাওয়ার পথে বাড়ির পাশের একটি সজনে গাছ থেকে সজনে পারতে যান তিনি। এ সময় রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকাকালে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুপা খাতুনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সজনে নিয়ে মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার সেই ছোট্ট ইচ্ছাটুকুও পূরণ হলো না তার।