ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিমি যানজট, ভোগান্তিতে যাত্রীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মে ২০২৫, ০১:২৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহনকে।
বৃহস্পতিবার (১ মে) সকালে চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান উল্টে যায়। এরপর মহাসড়কের দুই পাশে ছড়িয়ে পড়ে প্রায় ৫০ কিলোমিটার জুড়ে।
সকালে কাভার্ড ভ্যানটি উল্টে যাওয়ার পর হাইওয়ে পুলিশ নিজস্ব রেকার দিয়ে সরাতে পারেনি। পরে ফেনী থেকে বিশেষ রেকার এনে উদ্ধারকাজ শুরু করা হয়। দুপুর ১২টা পর্যন্ত যানজট অব্যাহত ছিল বলে জানিয়েছে পুলিশ।
চালকরা বলেন, ঢাকা রওনা দিয়েও বিভিন্ন স্থানে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। কোথাও পাঁচ মিনিট গাড়ি চলে আবার ২০ মিনিট থেমে থাকতে হয়েছে। তবে ভোর থেকে যানজট শুরু হলেও সড়কে হাইওয়ে পুলিশের তেমন উপস্থিতি ছিল না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে দুপুর দেড়টার দিকে বলেন, এই মুহূর্তে চান্দিনা থেকে কুমিল্লা পর্যন্ত যানজট আছে। আমাদের টিম যানজট নিরসনে কাজ করছে। এখন কত কিলোমিটার যানজট, জানতে চাইলে তিনি বলেন, এখন সঠিক বলা যাচ্ছে না কত কিলোমিটার। আমরাও সামনের দিকে অগ্রসর হতে পারছি না।
তিনি আরও বলেন, একটি কালভার্টের ওপর একটি কাভার্ড ভ্যান পড়ে যায়। এতে ঢাকামুখী লেন বন্ধ হয়ে যায়। কিছু গাড়ি উল্টো পথে ঢুকলে যানজট আরও বেড়ে যায়।