ঝালকাঠির ‘ক্যাসিনো সম্রাট’ মিজান গ্রেপ্তার

মিজান হাওলাদার
মিজান হাওলাদার  © টিডিসি ফটো

ঝালকাঠির নলছিটি উপজেলার আলোচিত ‘ক্যাসিনো সম্রাট’ মিজান হাওলাদার (৪২) অবশেষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর হাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে ঝালকাঠি শহরের মিনিপার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মিজান উপজেলার নাচনমহল ইউনিয়নের বাসিন্দা এবং নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে থানায় হস্তান্তর করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, মিজানের বিরুদ্ধে বরিশালের কাউনিয়া থানায় সিআর মামলা নম্বর ২০৫/২৩ অনুযায়ী, এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় এক বছরের কারাদণ্ডের রায় হয়েছিল। তবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।


সর্বশেষ সংবাদ