মাদারীপুরে আগুনে পুড়ল ১৯ দোকান, ক্ষতি কয়েক কোটি টাকা
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১১:১১ AM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ১১:১১ AM

মাদারীপুরে আগুনে পুড়ে ১৯টি দোকান ছাই হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে শহরের বাণিজ্যিক এলাকা পুরাণবাজারের সিটি সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বাণিজ্যিক এলাকা পুরাণবাজারে পানি সরবরাহ করতে দেরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পুকুর-ডোবা ভরাট হওয়াই এর অন্যতম কারণ। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই আগুন ধরায় প্রায় কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে, যা ছিল সব হারিয়ে ফেলেছে তারা এখন আর ব্যবসার দাঁড় করার মতো তাদের সক্ষমতা নেই।
ব্যবসায়ী সোহাগ বলেন, ‘আমি কসমেটিকের দোকানটা করেছিলাম ব্যাংক থেকে ঋণ করে। এখন কীভাবে ঋণ পরিশোধ করব। এটাই ছিল আমার সর্বশেষ অবলম্বন। এখন আমি কীভাবে সংসার চালাব।’
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক
মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, রাত সাড়ে তিনটার দিকে সৌরভ হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে ছাই হয়ে যায় কাপড়, গার্মেন্টস, কসমেটিকসের অন্তত ১৯টি দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।