লক্ষ্মীপুরে দিনের বেলায় পানাহার করায় কান ধরে উঠবস

কান ধরে উঠবস
কান ধরে উঠবস  © সংগৃহীত

লক্ষ্মীপুরে রমজানের মধ্যে রোজা না রেখে দিনের বেলা খাবার হোটেলে পানাহার করার জন্য কয়েকজন ব্যক্তিকে কান ধরে উঠবস করানো হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুরে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ এর নেতৃত্বে শহরের চকবাজার এলাকায় দোকানগুলোতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কিছু মুসলমানকে হিন্দু দোকানে পানাহার করতে দেখা যায়, তাদেরকে শাস্তিস্বরূপ কান ধরে উঠবস করানো হয়।

এছাড়া, রোজা না রেখে খাবার খাওয়ার জন্য কোনো দোকানে কাউকে পানাহার করতে দেখা গেলে সেই দোকানটি বন্ধ করে দেয়ারও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

আবদুল আজিজ বলেন, “অনেক হিন্দুদের দোকানে পর্দা দিয়ে রোজা না রেখে কিছু মুসলমান পানাহার করছেন। পবিত্র মাহে রমজানের সম্মান রক্ষায়, আমরা এ অভিযান চালিয়েছি যাতে হিন্দু দোকানগুলোতে মুসলমানরা আহার না করতে পারে। তবে হিন্দুদের জন্য কোনো বিধিনিষেধ নেই।”


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!