১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বহাল চায় মুক্তিযুদ্ধ মঞ্চ

০৩ এপ্রিল ২০২২, ০৮:৩১ PM
প্রেস ক্লাবের সামনে সমাবেশ

প্রেস ক্লাবের সামনে সমাবেশ © সংগৃহীত

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ৫ দফা দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ রবিবার (৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে সংগঠনের নেতারা এসব দাবি জানানো হয়।

সংগঠনটির অন্য দাবিগুলো হলো-বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ওপর ‘হামলা, মামলা, হত্যা ও নির্যাতন’ বন্ধ; বিএনপি-জামাতের শাসনামলে গঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কমিশন-জামুকার কতিপয় দুর্নীতিবাজ ও অসাধু কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করা; দ্রুত যাচাই-বাছাই করে অমুক্তিযোদ্ধাদের গেজেট বাতিল করে একটি স্বচ্ছ চূড়ান্ত তালিকা প্রণয়ন করা; রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশ করে এদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত ও নাগরিকত্ব বাতিল করতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির শাসনামলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল হয়েছে। স্বাধীনতাবিরোধী অপশক্তির দোসরদের আন্দোলনের কাছে নতি স্বীকার করে সরকার মুক্তিযোদ্ধা কোটা বাতিল করেছে, যা প্রশাসনকে দিন দিন জামাতিকরণের দিকে ধাবিত করছে। অবিলম্বে মুক্তিযোদ্ধা কোটা বহাল করে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

তারা আরও বলেন, সারা দেশেই বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের ওপর হামলা, মামলা ও নির্যাতন হচ্ছে। কিন্তু কোনও বিচার হচ্ছে না। আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হাইব্রিডদের ষড়যন্ত্রের কারণে অনেক বীর মুক্তিযোদ্ধা পরিবার ন্যায় বিচার পাচ্ছেন না। বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের ওপর এসব হামলা, মামলা ও নির্যাতন বন্ধ করার জন্য অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

সমাবেশে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আল মামুনসহ মঞ্চের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভাইভায় ধরা পড়ল হাতের লেখার অমিল, নারী প্রার্থীকে বাসা থেকে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের ২০০ প্রশ্নে ১৭৭ বানান ভুল
  • ৩১ জানুয়ারি ২০২৬