৮১ জনকে নিয়োগ দেবে ডেসকো, আবেদন অনলাইনে

ঢাকা ইলেক্ট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)
ঢাকা ইলেক্ট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)  © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা ইলেক্ট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। প্রতিষ্ঠানটি ১০টি পদে ৮১ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ৭ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ইলেক্ট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

প্রতিষ্ঠানের ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ৮১টি।

কর্মস্থল: ঢাকা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর সংক্ষিপ্ত সিলেবাস ইস্যু নিয়ে যা বললেন স্বাস্থ্য শিক্ষার ডিজি

কাজের ধরন: ফুলটাইম।

পদের নাম ও পদসংখ্যা:

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিকাল) পদে ১৮ জন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) পদে ৩ জন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স) পদে ৪। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ( টেকনিকাল) পদে ২৩ জন। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) ৪জন। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স) পদে ৬ জন। সাব স্টেশন অ্যাটেনডেন্ট পদে ৭ জন। অ্যাসিস্ট্যান্ট কম্প্লাইন্ট সুপারভাইজার পদে ২জন। অ্যাসিস্ট্যান্ট লাইন ম্যান ১২ জন এবং স্পেশাল গার্ড পদে ২ জন।

বয়সসীমা: প্রার্থীর বয়স (১৫ ফেব্রুয়ারি) ২০২২ তারিখ অনুসারে সর্বাচ্চ ৩০ বছর হতে হবে।

বেতন স্কেল: ১৮০০০ টাকা থেকে ৫১,০০০ টাকা।

আরও পড়ুন: ঢাবির ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত ‘অগণতান্ত্রিক’ ও ‘অযৌক্তিক’

অন্যান্য সুবিধা:সকল পদের জন্য মূল বেতনের ৫০-৬০ শতাংশ বাসাভাড়া, দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা।

আবেদন ফি: আবেদন ফি ১০০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন। বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।


সর্বশেষ সংবাদ