‘সোপিরেট’ এনজিওতে চাকরির সুযোগ, বেতন ২৪,০০০

সোপিরেট এর লোগো
সোপিরেট এর লোগো  © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং(সোপিরেট) এনজিও। প্রতিষ্ঠানটি তাদের একাধিক পদে ৯০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে পারবেন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের ধরন: এনজিও

কর্মস্থল: চট্রগ্রাম বিভাগের জেলাসমূহ

পদের বিবরণ:

পদের নাম : শাখা ব্যবস্থাপক/সহকারী শাখা ব্যবস্থাপক।
পদ সংখ্যা: ৩০ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর পাশ।
অভিজ্ঞতা: এনজিওতে ক্ষুদ্রঋণ কর্মসূচীতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটার চালনোর দক্ষতা।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
বেতন : ২৪,০০০-২৮,০০০টাকা।

আরও পড়ুন: সেশনজটের কবলে ঢাবির এক-তৃতীয়াংশ বিভাগ

২.পদের নামঃ ফিল্ড অফিসার।
সংখ্যা: ৬০ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর পাশ।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কর্মসূচীতে সমিতি গঠন, যোগাযোগ, সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনা ও রিপোর্টিং দক্ষতা থাকলে তাদের কে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ১৬,০০০-২২, ০০০ টাকা

সকল পদের শিক্ষানবীশকাল ৬ মাস এবং শিক্ষানবীশকাল উত্তীর্ণ হবার পর সংস্থার নিয়ম অনুযায়ী পিএফ, গ্র্যাচুইটি, ২টি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা, ইন্স্যুরেন্স সুবিধা, শিক্ষাভাতা, নির্দিষ্ট হারে জ্বালানী বিল, স্বল্প মূল্যে একক আবাসন ও অন্যান্য ভাতা প্রদান করা হবে।

আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ বৃদ্ধির আহ্বান ইউজিসির সদস্যের

আবেদন প্রক্রিয়া: আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল সনদপত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত), সদ্যতোলা ২ কপি পিপি সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র নিচের ঠিকানায় পাঠাতে হবে।

পাঠানো ঠিকানা: নির্বাহী পরিচালক, সোপিরেট, শেখ রাসেল সড়ক, সমসেরাবাদ, লক্ষ্মীপুর-৩৭০০

আবেদনের শেষ সময়: আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত।


সর্বশেষ সংবাদ