৯০ জনকে নিয়োগ দেবে ইউসেপ, আবেদনের শেষ ১২ ফেব্রুয়ারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১০ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪২ PM
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস (ইউসেপ) এনজিও। প্রতিষ্ঠানটি তাদের একাধিক পদে ৯০ জনকে নিয়োগ দেবে। অনলাইনে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।
ইউসেপ হলো বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সাহায্য-সংস্থা। নিউজিল্যান্ডের সমাজকর্মী লিন্ডসে অ্যালান চেইনি কর্তৃক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটিতে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাদান ও তাদের কারিগরি দক্ষতায় দক্ষ করে তোলার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। সংস্থাটির কার্যক্রম বর্তমানে বাংলাদেশের ৮টি জেলায় ৫৩টি সাধারণ শিক্ষা ও ১০টি কারিগরি শিক্ষা বিদ্যালয়ের মাধ্যমে বছরে প্রায় ৪৮ হাজার শিশু অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুুন: বিধিনিষেধের মেয়াদ আর বাড়ছে না
পদের বিবরণ:
পদের নাম: ট্রেইনার
পদসংখ্যা: ৬৭টি
কাজের ধরন: প্রজেক্ট
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি পাশসহ সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।
পদের নাম: অ্যাসিস্টট্যান্ট প্রজেক্ট কো- অডিনার
পদসংখ্যা: নির্ধারিত নয়
কাজের ধরন: প্রজেক্ট
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: ইন্সট্রাক্টর (আইসিটি)
পদসংখ্যা: ১৮ টি
কাজের ধরন: প্রজেক্ট
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন: জবির সংস্কৃতি খাতে তিন বছরে বাজেট কমেছে ১৬০ শতাংশ
পদের নাম: লিড ট্রেইনার (আইসিটি)
পদসংখ্যা: ৪টি
কাজের ধরন: ফুলটাইম (কনট্রাক্টচোয়াল)
অভিজ্ঞতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি পাশসহ সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন ১২ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে এখান http://career.ucepbd.org/ থেকে আবেদন করতে পারবেন।