বাংলাদেশ থেকে নিরাপত্তারক্ষী নেবে মালয়েশিয়া

০৪ ডিসেম্বর ২০২১, ০৪:১৮ PM
মালয়েশিয়া নিরাপত্তারক্ষী নেবে বাংলাদেশ থেকে

মালয়েশিয়া নিরাপত্তারক্ষী নেবে বাংলাদেশ থেকে © সংগৃহীত

বাংলাদেশ থেকে নিরাপত্তারক্ষী নেবে মালয়েশিয়া।  নেপালের পর দ্বিতীয় কোন দেশ হিসেবে বাংলাদেশ থেকে নিরাপত্তকর্মী নিচ্ছে দেশটি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কর্মী নেয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকটিতে সই করেছেন বাংলাদেশের সেনা কল্যাণ সংস্থা এবং মালয়েশিয়ান সিকিউরিটি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (পিআইকেএম)।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, মালয়েশিয়া নিরাপত্তারক্ষীর ঘাটতি কাটাতে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন থেকে এই খাতে কর্মী নিয়োগ দিতে চায়। প্রশিক্ষণ ও দক্ষতা দেখে পিআইকেএম বাংলাদেশকে বেছে নেয়।

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, সেনা কল্যাণ সংস্থার প্রশিক্ষণ ও নিয়োগের কাজ দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য প্রশিক্ষণ সুবিধা এবং আন্তর্জাতিক নিয়োগ সংস্থা হিসেবে লাইসেন্স রয়েছে। 

এদিকে, নিয়োগ পদ্ধতি, সুবিধা এবং নিয়োগ শুরুর সময় এখনও চূড়ান্ত হয়নি। তবে মালয়েশিয়ায় নিরাপত্তারক্ষীর তীব্র ঘাটতি থাকায় শিগগির নিয়োগ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

পিআইকেএম শুধুমাত্র বাংলাদেশের নাম সুপারিশ করেছেন। এর কারণ হিসেবে সংস্থাটির সভাপতি রামলি বলেছেন, 'যখন বাংলাদেশে ট্রেনিং স্কুল দেখতে গিয়েছিলাম, আমরা দেখেছি কীভাবে তারা ৩ মাস ধরে প্রশিক্ষিত হয়েছে। আমাদের মনে হয়েছে তারাই সেরা।'

রামলি জানিয়েছেন, আমরা মালয়েশিয়া সরকারকে দ্রুত অনুমোদন দিতে আহ্বান জানিয়েছি। কারণ, গেল বছর করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে অনেকেই চাকরি ছেড়ে দেওয়ায় এখন নিরাপত্তারক্ষীর ঘাটতি রয়েছে।

উল্লেখ্য, আগে দেশটিতে প্রায় ৪০ হাজার নেপালি নিরাপত্তারক্ষী ছিল। এই সংখ্যা ১০ হাজার থেকে ১৫ হাজারে নেমে এসেছে। তারা চান এই শূন্য পদগুলোতে যেন বাংলাদেশি নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়। নেপাল ও বাংলাদেশ থেকে যে নিরাপত্তারক্ষী নেওয়া হচ্ছে তাদের তুলনামূলক খরচ কেমন হবে সে সম্পর্কে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন রামলি। লক্ষণীয় ব্যাপার হলো গার্ড নেওয়ার বিষয়ে এর আগে ২০১৮ সালেও দেশটির সঙ্গে একটি চুক্তি সই হয়েছিল। তখন দেশটিতে ক্ষমতায় থাকা মাহাথির মোহাম্মদের সরকার বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা দিলে চুক্তিটি আর আলোর মুখ দেখেনি ।

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের আরো এক প্রার্থী
  • ১৮ জানুয়ারি ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, আবেদন স্নাত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ খেলবে কিনা, ভাবছে পাকিস্তানও?
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রার্থীতা ফিরে পেলেন বিএনপির আব্দুল আউয়াল মিন্টু 
  • ১৮ জানুয়ারি ২০২৬
বদলির সংশোধিত নীতিমালা জারি নিয়ে ধোঁয়াশা, যা বলছে মন্ত্রণালয়
  • ১৮ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ব্রাজিল-সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9