ডয়চে ভেলেতে ১৮ মাস ট্রেইনি হিসেবে কাজের সুযোগ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ০৬:৩৫ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২১, ০৬:৩৫ PM
জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলেতে ট্রেইনি হিসেবে ১৮ মাস কাজের সুযোগ থাকছে। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে এই আবেদন করা যাবে। প্রার্থীদের অবশ্যই বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের ডিগ্রি সম্পন্ন করতে হবে।
২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ট্রেইনি হিসেবে কাজের সুযোগ পাবেন প্রাথমিক আবেদন থেকে চূড়ান্তভাবে নির্বাচিতরা। এর আগে অনলাইনে জমা হওয়ার পর প্রাথমিক আবেদন যাচাই-বাচাই করে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচিত করবে ডয়চে ভেলে কর্তৃপক্ষ।
প্রথম ছয় মাস প্রশিক্ষণ সেমিনারের পর, ৯ মাস হাতে-কলমে কাজের সুযোগ পাবেন ডয়চে ভেলের বিভিন্ন সম্পাদকীয় বিভাগে। আবেদনের জন্য ইংরেজি ও জার্মান ভাষা জানতে হবে।