১০ হাজার কনস্টেবল নিয়োগ বাংলাদেশ পুলিশে

বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ পুলিশ  © সংগৃহীত

সাড়ে আট হাজার পুরুষ ও দেড় হাজার নারী নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পলিশ। সবমিলিয়ে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১০ হাজার জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আজ শুক্রবার (১০ই সেপ্টেম্বর ২০২১ই) থেকে আগামী (৭ই অক্টোবর ২০২১ই) পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদনের জন্য police.teletalk.com.bd সাইটে যেতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের নির্দেশিকা ও ভিডিও টিউটোরিয়াল সেখানে দেওয়া আছে। নির্ধারিত তারিখের মধ্যে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করা যাবে আবেদন।

বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখ করা মোবাইল নাম্বরে এসএমএস করে নির্বাচিত হওয়ার ব্যাপারে নিশ্চিত করা হবে। নির্বাচিত প্রার্থীদের নিজ জেলার সংশ্নিষ্ট পুলিশ লাইনস ময়দানে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে সকাল ৯টায় শারীরিক মাপ ও পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে দন্ডনীয়।
যোগ্যতা:
* ন্যূনতম জিপিএ ২.৫ সহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
* পুরুষের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।
* বুকের মাপ পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে।
* আবেদনকারীকে চলতি বছরের ৭ অক্টোবরে ১৮ থেকে ২০ বছর বয়স হতে হবে।
* প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে।
*মুক্তিযোদ্ধা কোটা এবং উপজাতীয় কোটায় বয়স এবং শারীরিক আকারে ভিন্নতা রয়েছে।

বিজ্ঞপ্তি

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence