চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার দাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ১২:৪৭ PM , আপডেট: ২২ আগস্ট ২০২১, ১২:৪৭ PM
স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিব বর্ষের উপহার হিসেবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবি জানিয়েছে চাকরি প্রত্যাশীরা। রবিবার (২২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে চাকরি প্রত্যাশীদের পক্ষে মানিক রিপন বলেন, করোনায় শিক্ষার্থীদের প্রায় দুই বছর জীবন থেকে অতিবাহিত হতে চলেছে। তাই করোনাকালীন ক্ষতিপূরণের পাশাপাশি মুজিব বর্ষের ও স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরে প্রধানমন্ত্রীর কাছে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার দাবি জানাচ্ছি। আওয়ামী লীগ সরকারের ২০১৮ সালে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, বাস্তবতার নিরিখে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে যুক্তি সংগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত ও ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। উন্নয়নের এই অগ্রযাত্রাকালীন সময়ে চলমান জনসংখ্যাতাত্ত্বিক লভ্যাংশের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছরে উন্নীত করা জরুরি।
সংবাদ সম্মেলনে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের পক্ষে আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, তানভির হোসেন, সাজিদ রহমান, আনোয়ার সাকিন, অক্ষয় রায়, ওমর ফারুক, নিতাই সরকার, সুমনা রহমান, মারজিয়া মুন, সাদেকুল ইসলাম, শারমীন সুলতানা, মাহমুদুল হাসান, কাজী কামরুন্নাহার প্রমুখ।