প্রতি উপজেলায় ১০ জন নারী উদ্যোক্তা নিয়োগ দিবে ‘নগদ’

০৮ মার্চ ২০২১, ০৬:২৪ PM
নগদ লোগো

নগদ লোগো © সংগৃহীত

দেশের প্রতিটি উপজেলায় ১০ জন করে নারী উদ্যোক্তা নিয়োগ করার প্রক্রিয়া হাতে নিয়েছে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। নারীর ক্ষমতায়নের ধারাকে বেগবান করতেই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে স্বাবলম্বী হতে আগ্রহী যেকোনো নারী উদ্যোক্তাকে আগামী ৩১ মার্চের মধ্যে (nari.uddokta@nagad.com.bd) ই-মেইলের মাধ্যমে জীবন বৃত্তান্তসহ আবেদন করতে হবে।

আবেদন যাচাই-বাছাই করে ‘নগদ’ কর্তৃপক্ষ ডিজিটাল আর্থিক সেবার ওপরে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করবে এবং উত্তীর্ণদের চূড়ান্তভাবে উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেবে। এছাড়া বাছাইকৃত নারীদের স্থানীয় পর্যায়ে ‘নগদ’ সেবা বিতরণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।

জানা গেছে, বর্তমানে নগদের সঙ্গে শতাধিক নারী উদ্যোক্তা কাজ করছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ‘নগদ’ এর উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কোনো কোনো নারী উদ্যোক্তা দিনে এক থেকে দুই লাখ টাকা লেনদেন করছেন এবং তারা নিজেরাও ভালো অঙ্কের অর্থ আয় করছেন।

নারীর ক্ষমতায়ন তাদের প্রধান লক্ষ্যগুলোর একটি জানিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, সারাদেশে সব ধরনের মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন সেবা পৌঁছে দিতে কাজ করছি আমরা। নারীদের জন্য ডিজিটাল ব্যবসায় সমান অংশগ্রহণের সুযোগ রাখা এবং সমাজে নারী পুরুষের মধ্যে বৈষম্য দূর করতেও আমাদের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরও জানান, এর ফলে নারী-পুরুষ সকলের জন্য ডিজিটাল লাইফস্টাইল নিশ্চিত হবে। তাছাড়া নারীদের উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেয়া হলে নারীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির সংখ্যা বৃদ্ধি পাবে।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬