অক্টোবরের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ না করলে কঠোর কর্মসূচি

২০ অক্টোবর ২০২০, ১২:২৫ PM
জাতীয় প্রেসক্লাবের সামনে নিবন্ধন প্রত্যাশীদের মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে নিবন্ধন প্রত্যাশীদের মানববন্ধন © টিডিসি ফটো

চলতি অক্টোবর মাসেই গণবিজ্ঞপ্তি প্রকাশ না করা হলে কঠোর কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন চাকরিপ্রার্থীরা। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই হুশিয়ারি উচ্চারণ করা হয়। তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিবন্ধিত লক্ষাধিক শিক্ষকের প্রাণের দাবি ৫৮ হাজার শূন্যপদের বিপরীতে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা। এটা প্রকাশ করলে সরকারের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বেকার শিক্ষকরা বেকারত্বের হতাশা থেকে মুক্তি পাবেন।’

সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ রাজু বলেন, ‘বাংলাদেশে পরীক্ষা, ভাইভাসহ চারটি ধাপ পার করেও আমরা বেকার। নিয়োগের জন্য ৩৫ বছর বয়স নির্ধারণ করে দেয়া হয়েছে। এ অবস্থায় প্রতিনিয়ত অনেক শিক্ষকের বয়স পার হয়ে যাচ্ছে। আমরা চাকরি চাচ্ছি না কিন্তু, শুধু একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। চলতি মাসের মধ্যেই যেন এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।’

ফোরামের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শান্ত বলেন, ‘দাবিটা সরকারের সব মহলেই জানে। নিবন্ধিতদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হয়। এনটিআরসিএ স্বচ্ছ প্রক্রিয়ায় আমাদের নিয়োগ দিয়ে থাকে। এখন লক্ষাধিক নিয়োগপ্রত্যাশী অপেক্ষা করছে। এত কষ্ট করে প্রিলি, রিটেন, ভাইভা পাস করেও কেন মানববন্ধনে আসতে হবে? আমরা এনটিআরসিএর কাছে সুশৃঙ্খলভাবে স্মারকলিপি দিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আশা করি, লক্ষাধিক বেকার শিক্ষকের প্রাণের দাবি প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এনটিআরসিএ সবার প্রচেষ্টায় অতি দ্রুত- সম্ভব হলে চলতি মাসেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন। আমরা আবেদনটা অন্তত করি। এটা অতি দ্রুত করা হোক। যেসব জটিলতা আছে, সরকার চাইলেই দূর করা সম্ভব। আশা করি বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।’ এসময় দাবি না মানা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

‘সংস্কার ও গণভোটের প্রশ্নে তারেক রহমান গুপ্ত রাজনীতি করছেন’
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় ববিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশকে বাদ ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাল শ্রীলঙ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কারাগারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন শেষ ১০ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রধান শিক্ষকের পদ শূন্য হলে যা করতে হবে, জানাল মন্ত্রণালয়
  • ২৯ জানুয়ারি ২০২৬