জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৮৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সব যোগ্য বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারেন।অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৫ জানুয়ারি। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
পদের নাম
৮৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স
যোগ্যতা
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যথাক্রমে ন্যূনতম জিপিএ ৫.০০ ও ৪.৫০ পেয়ে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড এবং নারীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ১০৪ পাউন্ড হতে হবে। আবেদনকারী প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। আবেদনের জন্য ১ জানুয়ারি, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৭ থেকে অনূর্ধ্ব ২১ বছর হতে হবে।
বেতন
সরকার কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা ও অন্য সব সুযোগ-সুবিধা দেওয়া হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের (www.joinbangladesharmy.army.mil.bd) মাধ্যমে আবেদন করতে হবে।