বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরি, পদ ২৭, দেবে আবাসন-যাতায়াত সুবিধা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৪:৪০ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৫, ০৪:৫৭ PM

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শিক্ষক-কর্মচারীসহ অন্যান্য পদে ২৭ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মার্চের মধ্যে আবেদন করতে পারবেন। নির্ধারিত বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবাসন ও যাতায়াত সুবিধাসহ নানান সুবিধা প্রাপ্য হবেন নির্বাচিত প্রার্থীরা।
প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ;
১. পদের নাম: সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা-ইংরেজি ভার্সন);
পদসংখ্যা: ৪টি;
বিভাগ: বাংলা (১টি), ডিজিটাল প্রযুক্তি (১টি), ধর্ম ও নৈতিক শিক্ষা (ইসলাম ধর্ম-১টি), গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান (১টি);
আরও পড়ুন: পানি উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৭৭
২. পদের নাম: সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা-ইংরেজি ভার্সন);
পদসংখ্যা: ২টি;
বিভাগ: বাংলা (১টি), গণিত (১টি);
৩. পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (মহিলা);
পদসংখ্যা: ১টি;
৪. পদের নাম: আইটি টেকনিশিয়ান;
পদসংখ্যা: ১টি;
৫. পদের নাম: সহকারী স্টোর কিপার;
পদসংখ্যা: ১টি;
৬. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১৪টি (পুরুষ-৭টি, আয়া ৪টি), নৈশপ্রহরী/নিরাপত্তাকর্মী (পুরুষ-২, নারী-১);
৭. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;
পদসংখ্যা: ৪টি (পুরুষ-৩, মহিলা-১);
আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংশোধিত বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৭৫১
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর (১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে);
আবেদন ফরম ডাউনলোড—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন;
আবেদন যেভাবে—
দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ, প্লট ২, ব্লক-এন, বসুন্ধরা আবাসিক এলাকা, ডাকঘর: গুলশান, ঢাকা ১২২৯ বরাবর পাঠাতে হবে;
আবেদন ফি—
আবেদন ফি হিসেবে গ্রেড নম্বর ১০ এবং ১৩-এর প্রার্থীদের ৫০০ টাকা, ১৪ থেকে ১৬ নম্বর গ্রেডের ৩০০ এবং ১৯ ও ২০ গ্রেডের প্রার্থীদের ২০০ টাকা বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ, প্লট ২, ব্লক-এন, বসুন্ধরা আবাসিক এলাকা, ডাকঘর: গুলশান, ঢাকা ১২২৯ বরাবর পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ মার্চ ২০২৫;
সুযোগ-সুবিধা, দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—