৪৭তম বিসিএসের আবেদন সংখ্যা ৩ লাখ ছাড়াল

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)  © ফাইল ফটো

৪৭তম বিসিএসের আবেদন সংখ্যা তিন লাখ ২০ হাজার ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আবেদনের সময়সীমা শেষ হচ্ছে। রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চাকরিপ্রত্যাশীরা আবেদন করতে পারবেন।

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ৩ লাখ ২৫ হাজার ৪৯২ জন আবেদন করেছেন। আবেদন সংখ্যা আরও বাড়তে পারতে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৭তম বিসিএসে কতজন আবেদন করেছেন, সেই তথ্য ফি পরিশোধের সময়সীমা শেষ হওয়ার পর বলা যাবে। আবেদন করার পরও অনেকে ফি জমা দেয় না। আগামী শনিবার (০১ মার্চ) রাত ১১টা ৫৯ পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। এরপর আবেদনের চূড়ান্ত সংখ্যা বলা যাবে।’

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। ৪৭তম বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

এ বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence