জিপির চাকরিচ্যুতদের আন্দোলনে জলকামান, নারীসহ কয়েকজন আটক

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
গ্রামীণফোনের (জিপি) চাকরিচ্যুতদের আন্দোলনে পুলিশের জলকামান ও লাঠিপেঠা

গ্রামীণফোনের (জিপি) চাকরিচ্যুতদের আন্দোলনে পুলিশের জলকামান ও লাঠিপেঠা © সংগৃহীত

গ্রামীণফোনের (জিপি) চাকরিচ্যুতদের জলকামান ও লাঠিপেঠা করে আন্দোলনে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় নারীসহ আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক জিপি হাউজের সামনে এ ঘট্না ঘটে। এর আগে সকাল ১০টা থেকে ‘চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ’ এর ব্যানারে এই বিক্ষোভ শুরু হয়। প্রায় তিন শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন।

বিক্ষোভকারীদের দাবি, অবৈধভাবে চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহাল এবং প্রতিষ্ঠানটির মুনাফার ৫ শতাংশ পাওনার বিলম্ব জরিমানা দিতে হবে।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার এবং কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তিনি আটক ব্যক্তিদের নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি।

গত এক মাস ধরে অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগে এবং ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে জিপি হাউজের সামনে বিক্ষোভ করছে বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ। বিক্ষোভে অংশ নেওয়া কর্মীরা অভিযোগ করেন, ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩ হাজার ৩৬০ জন কর্মচারীকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে।
 
তারা বলেন, গ্রামীণফোন একটি দানব প্রতিষ্ঠান। কোনও নোটিশ ছাড়াই ই-মেইলের মাধ্যমে কর্মীদের একদিনের মধ্যে বরখাস্ত করা হয়েছে। কোম্পানির মুনাফার ৫ শতাংশ পাওয়ার ন্যায্য অধিকার আমাদের। আমরা এই অন্যায়ের বিচার চাই।

এ সময় তাদের, ‘এক দফা এক দাবি, ৫ শতাংশ মুনাফা দিবি’, ‘জিপি ম্যানেজমেন্টের দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘ম্যানেজমেন্টের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘গ্রামীণফোনের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘বকেয়া না দিলে, পিঠের চামড়া থাকবে না রে, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে, চাকরিচ্যুত কর্মচারীদের আন্দোলন সামাল দিতে জিপি হাউজের ভেতরে ও সামনে পুলিশের পাশাপাশি অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage