শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করতে হবে: সাকি

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
জোনায়েদ সাকি

জোনায়েদ সাকি © সংগৃহীত

শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট বরাদ্দের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটে বরাদ্দ তৈরি করতে হবে। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করতে হবে। এর মাধ্যমে শিক্ষা খাতের সমস্যার সমাধান করতে হবে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন জোনায়েদ সাকি।

জোনায়েদ সাকি বলেন, ‘যখন শিক্ষকদের দাবি নিয়ে প্রশ্ন আসে, আমাদের জাতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আসে, তখন টাকা থাকে না। তাই এই অভ্যুত্থানের সরকারের কাছে এসব সমস্যা সমাধানের আশা করা যায় না। এ জন্য এই সরকারকে বলব, শিক্ষকদের সমস্যা দূর করতে দ্রুত উদ্যোগ নিতে হবে।’

এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জোনায়েদ সাকি বলেন, ‘শিক্ষকেরা থাকবেন ক্লাসে। তাঁরা রাস্তায় কেন? এই লজ্জা আমাদের সবার। দ্রুত তাঁদের সমস্যা সমাধান করার আহ্বান জানাই। তা ছাড়া দেশের সব শিশু যেন বিশেষ করে ১২ ক্লাস পর্যন্ত লেখাপড়া করতে পারে, এ দায়িত্ব সরকারকে নিতে হবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী আরও বলেন, ‘এই যে কতগুলো স্কুল বেসরকারিভাবে গড়ে উঠেছে, তারা এমপিওর দাবি করছে। আমরা চাই সরকার যেন বেতনের ৯০ ভাগ দেয়। দিনের পর দিন বছরের পর বছর শিক্ষকেরা বেতন পান না। অথচ স্কুলে এসব শিক্ষকের অধীনে শিক্ষার্থীরা লেখাপড়া করছে। শিক্ষকেরা যদি নিজেরা চলতে না পারেন, তাহলে কীভাবে শিক্ষাব্যবস্থা নিশ্চিত হবে। সুতরাং এই জায়গাগুলো আমাদের দায়িত্বশীলদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। আমি চাইব, এসব শিক্ষকের সঙ্গে সরকারের উপদেষ্টারা কথা বলবেন এবং তাঁদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেবেন।’

 

আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
  • ৩১ জানুয়ারি ২০২৬