১৬ হাজার বেতনে চাকরি ইউএস-বাংলা এয়ারলাইন্সে, আবেদন এসএসসি পাসেই
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৭ PM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৭ PM

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি ‘এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট (এয়ারক্রাফট লোডার)’ পদে কর্মী নিয়োগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে—চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স;
পদের নাম: এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট (এয়ারক্রাফট লোডার);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১৬,০০০ টাকা;
আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫২
অন্যান্য সুযোগ-সুবিধা—
*সকালের নাস্তা/দুপুরের খাবার (ডিউটি শিডিউল অনুযায়ী);
*খাবারের ভাতা বাবদ ১,৫০০ টাকা প্রদান করা হবে (যেসব স্টেশনে খাবার দেওয়া হবে না সেখানে);
*বছরে ২টি উৎসব ভাতা (প্রবেশনকাল শেষে);
*কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা;
আরও পড়ুন: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ২৩৬
কাজের ক্ষেত্র—
*এয়ারলাইন্সের নিয়মানুযায়ী যাত্রীদের ব্যাগ, পণ্য, লোড-আনলোড করা;
*প্রয়োজন অনুযায়ী হুইলচেয়ার পরিচালনা করা;
*ভারী ব্যাগপত্র বহনে যাত্রীদের সহায়তা করা;
*যাত্রীদের মালামালের যে কোনো ধরনের ক্ষতি বা হারানোর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সংশিষ্ট কর্মকর্তাকে জানানো;
আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৭
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮—২৬ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;
কর্মক্ষেত্র: এয়ারপোর্টে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয় (লোডার হিসেবে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন);
আরও পড়ুন: ৬০ হাজার বেতনে চাকরি ওয়েভ ফাউন্ডেশন নেবে কোঅর্ডিনেটর, আবেদন অনলাইনে
আবেদনের যোগ্যতা—
*অন্যূন এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে;
শারীরিক যোগ্যতা—
উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে;
বিএমআই: প্রার্থীদের বিএমআই (বডি মাস ইনডেক্স) ১৮—২৫-এর মধ্যে হতে হবে;
দৃষ্টি: প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে;
আরও পড়ুন: ২০,০০০-২৫,০০০ বেতনে চাকরি কর্ণফুলী গ্রুপে, লাগবে না অভিজ্ঞতা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম