বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২

১১ ক্যাটাগরির পদে ২২ কর্মী নিয়োগে আবেদন চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে
১১ ক্যাটাগরির পদে ২২ কর্মী নিয়োগে আবেদন চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে   © সংগৃহীত

জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে (বিএফসিসি) বিভিন্ন গ্রেডে ১১ ক্যাটাগরির পদে ২২ কর্মী নিয়োগে ২৩ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইনস;

১. পদের নাম: জুনিয়র অফিসার (মেইনটেন্যান্স);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,৫০০—৫৪,২৯০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস) ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় (৫ স্কেলে) জিপিএ ন্যূনতম ৩ এবং স্নাতকে (৪ স্কেলে) সিজিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে;

*‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে;

*এয়ার কন্ডিশনিং, রেফ্রিজারেশন রক্ষণাবেক্ষণ ও ইলেকট্রিক ইনস্টলেশনের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে চাকরি, আবেদন অনলাইনে

২. পদের নাম: মেনু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৫,৯০০—৩৮,৪০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা অ্যাপ্লাইড নিউট্রিশন বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় (৫ স্কেলে) জিপিএ ন্যূনতম ৩ এবং স্নাতকে (৪ স্কেলে) সিজিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে;

*‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে;

৩. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ক্যাটারিং সার্ভিসেস অ্যান্ড কো-অর্ডিনেশন);

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় (৫ স্কেলে) জিপিএ ন্যূনতম ৩ এবং স্নাতকে (৪ স্কেলে) সিজিপিএ ন্যূনতম ২.৮ থাকতে হবে;

*‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে;

*ফুড অ্যান্ড বেভারেজে ৬ মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে (পর্যটন, পলিটেকনিক ইনস্টিটিউট, বিয়াম বা সমপর্যায়ের);

*সংশ্লিষ্ট বিষয়ে হোটেলে কাজের অভিজ্ঞতা থাকবে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে চাকরি, পদ ১৬

৪. পদের নাম: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*বাণিজ্য, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস স্টাডিজে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় (৫ স্কেলে) জিপিএ ন্যূনতম ৩ এবং স্নাতকে (৪ স্কেলে) সিজিপিএ ন্যূনতম ২.৮ থাকতে হবে;

*‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে;

৫. পদের নাম: স্টোরকিপার;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় (৫ স্কেলে) জিপিএ ন্যূনতম ৩ এবং স্নাতকে (৪ স্কেলে) সিজিপিএ ন্যূনতম ২.৮ থাকতে হবে;

*‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ২৩৬

৬. পদের নাম: আইটি অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান অথবা বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় (৫ স্কেলে) জিপিএ ন্যূনতম ৩ এবং স্নাতকে (৪ স্কেলে) সিজিপিএ ন্যূনতম ২.৮ থাকতে হবে;

*‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে;

*নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ, মেরামত ও ট্রাবল শ্যুটিং বিষয়ে পর্যাপ্ত ধারণা থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি ইংরেজিতে ন্যূনতম ১০০ এবং বাংলায় ৭০ শব্দ থাকতে হবে;

৭. পদের নাম: হাইজিন অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় (৫ স্কেলে) জিপিএ ন্যূনতম ৩ এবং স্নাতকে (৪ স্কেলে) সিজিপিএ ন্যূনতম ২.৮ থাকতে হবে;

*‘ও’ লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে;

আরও পড়ুন: ডাক অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৬৯

৮. পদের নাম: টেইলর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস থাকতে হবে;

*টেইলারিং কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

৯. পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*সরকারি বিদ্যুৎ লাইসেন্স বোর্ড কর্তৃক ‘সি’ শ্রেণির লাইসেন্সধারী হতে হবে;

*স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক কাজে ২ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে;

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৭৯

১০. পদের নাম: জুনিয়র এয়ারকন্ডিশন মেকানিক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*এয়ারকন্ডিশন/রেফ্রিজারেশনের ওপর ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যনতম ২ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে;

১১. পদের নাম: জুনিয়র জেনারেল টেকনিশিয়ান;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস থাকতে হবে;

*কার্পেন্ট্রি, প্লাম্বিং, ওয়েল্ডিং বা পেইন্টিং বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে;

বয়স (সব পদের ক্ষেত্রে): সর্বোচ্চ ৩২ বছর (২৭ জানুয়ারি ২০২৫ তারিখে);

আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, বয়স সাড়ে ১৬ হলেই আবেদন

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি বাবদ ১ এবং ২ নম্বর পদের জন্য ২২৩ টাকা; ৩ থেকে ৮ নম্বর পদের জন্য ১৬৮ এবং ৯ থেকে ১১ নম্বর পদের জন্য ১১২ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ