২৮ জানুয়ারি বিইউবিটিতে দিনব্যাপী ‘জব ফেয়ার-২০২৫’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৯:২৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে আগামী ২৮ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ক্যারিয়ার ফেয়ার ২০২৫’। দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে এ মেলা শিক্ষার্থীদের জন্য চাকরি এবং ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে এক অবিস্মরণীয় মঞ্চ হিসেবে কাজ করবে।
বিইউবিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাওয়া ক্যারিয়ার ফেয়ারের দিনটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা চাকরি প্রত্যাশী শিক্ষার্থী এবং গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবে এবং তাদের দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হবে।
এ বিষয়ে বিইউবিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের প্রথম ধাপ হিসেবে ক্যারিয়ার ফেয়ার অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। বিইউবিটি সবসময় শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নে পাশে থাকবে।
ক্যারিয়ার ফেয়ার ২০২৫ আয়োজনের সার্বিক দায়িত্বে রয়েছে বিইউবিটির ক্যারিয়ার গাইডেন্স, কাউন্সেলিং এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস।
এ বিষয়ে অফিসের ডেপুটি ডিরেক্টর জনাব মেসবাহুল হাসান বলেন, আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে তারা তাদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত হতে পারে।
এছাড়া, ব্যবসা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন এবং ক্যারিয়ার ফেয়ার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হোসেন বলেন, এই ফেয়ার শুধু চাকরির সুযোগ নয়, বরং শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা তুলে ধরার এবং প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম।
সকল বিইউবিটি শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার ফেয়ার ২০২৫-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।