সরকারি ৯ ব্যাংক এবং ২ আর্থিক প্রতিষ্ঠান নেবে সিনিয়র অফিসার, পদ ১৫৫৪

সিনিয়র অফিসার (সাধারণ) নিয়োগে আবেদন চলছে সরকারি ৯ ব্যাংক এবং ২ আর্থিক প্রতিষ্ঠানে
সিনিয়র অফিসার (সাধারণ) নিয়োগে আবেদন চলছে সরকারি ৯ ব্যাংক এবং ২ আর্থিক প্রতিষ্ঠানে  © সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৯ ব্যাংক এবং ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের চাকরিবিষয়ক ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১ হাজার ৫৫৪ সিনিয়র অফিসার নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক;

পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ);
 
পদসংখ্যা: ১, ৫৫৪টি;

কোন ব্যাংকে কত আসন—

*সোনালী ব্যাংক পিএলসিতে ৪২২টি;

*অগ্রণী ব্যাংক পিএলসিতে ৪০০টি;

*বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৪২টি;

*রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১৯০টি;

*আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১৮৯টি;

*বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ২৬টি;

*কর্মসংস্থান ব্যাংকে ২৪টি;

*বেসিক ব্যাংক পিএলসিতে ২০টি;

*প্রবাসী কল্যাণ ব্যাংকে ৭টি;

*ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ১৯টি;

*বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৫টি; 

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী);

আরও পড়ুন: বিটিসিএল ১৩১ অফিসার নেবে নবম–দশম গ্রেডে, আবেদন অনলাইনে

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি/সমমানের ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে;

*কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না;

বয়স: ২১—৩২ বছর (১৮ নভেম্বর ২০২৪ তারিখে);

আরও পড়ুন: ১২ থেকে ২০তম গ্রেডে ১৮৬ কর্মী নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

ডাচ বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) রকেটের মাধ্যমে ২০০ টাকা  আবেদন ফি প্রদান করতে হবে;
 
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জানুয়ারি ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ