বিসিএস ছাড়াও অন্যান্য চাকরিতে কমছে আবেদন ফি

হলে ঢুকছেন চাকরি প্রত্যাশীদের
হলে ঢুকছেন চাকরি প্রত্যাশীদের  © সংগৃহীত

চাকরি প্রত্যাশীদের দাবির প্রেক্ষিতে বিসিএস ছাড়াও অন্যান্য চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পোস্টে তিনি লিখেছেন, ‘চাকরি প্রত্যাশীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিসিএস ভাইভাতে ২০০ নাম্বারের বদলে ১০০ নাম্বার; আবেদন ফি ৭০০ টাকার বদলে ৩৫০ টাকা করার প্রক্রিয়া চলছে। এছাড়াও অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রেও আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

এর আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-বিপিএসসি।

একইসঙ্গে বিসিএসের ভাইভা বা মৌখিক পরীক্ষায় ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বলে পিএসসির এক কর্মকর্তা জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ