বিপিএটিসি ১২-২০তম গ্রেডে নেবে ৫৯ কর্মী, আবেদন অনলাইনে

১২ থেকে ২০তম গ্রেডে ৫৯ কর্মী নেবে বিপিএটিসি
১২ থেকে ২০তম গ্রেডে ৫৯ কর্মী নেবে বিপিএটিসি   © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকা। প্রতিষ্ঠানটি  রাজস্ব খাতভুক্ত ১২ থেকে ২০তম গ্রেডে ২২ ক্যাটাগরির পদে ৫৯ কর্মী নিয়োগে মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি। আবেদন ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি);

১. পদের নাম: পরিসংখ্যান সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,৩০০—২৭,৩০০ টাকা (গ্রেড–১২);

আবেদনের যোগ্যতা: অন্যতম বিষয় হিসেবে পরিসংখ্যান/গণিতসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

২. পদের নাম: ক্যাটালগার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

আরও পড়ুন: ১৬-২০তম গ্রেডে চাকরি সুপ্রিম কোর্টে, পদ ৪৮ 

৩. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ৪৫ শব্দ ও ইংরেজীতে ৭০ শব্দ এবং মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

৪. পদের নাম: ডরমিটরি সুপারভাইজার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রিসহ তিন বছরের অভিজ্ঞতা;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

৫. পদের নাম: উচ্চমান সহকারী;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতাসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

আরও পড়ুন: ঢাকা ওয়াসায় ৯ম–১৪তম গ্রেডে চাকরি, পদ ৭০

৬. পদের নাম: টাইপিস্ট/কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

৭. পদের নাম: টেলিফোন অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

৮. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। তিন বছরের অভিজ্ঞতাসহ অবশ্যই মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

৯. পদের নাম: গ্যারেজ মেকানিক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট থেকে অটোমোবাইল ট্রেড কোর্স পাস। তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

আরও পড়ুন: ১১-২০তম গ্রেডে ১৭ জন নিয়োগ দেবে সংস্কৃতি মন্ত্রণালয়, আবেদন অনলাইনে 

১০. পদের নাম: ফটোকপি অপারেটর;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ৮,৮০০—২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

১১. পদের নাম: ক্যাফেটারিয়া ওয়েটার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া এবং কোনে খ্যাতনামা সংস্থায়, বেসরকারি প্রতিষ্ঠানে বা হোস্টেলে বা রেস্তোরাঁয় রান্নার কাজে অবশ্যই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

১২. পদের নাম: মালি;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

১৩. পদের নাম: নিরাপত্তা প্রহরী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

আরও পড়ুন: ১৪—১৯তম গ্রেডে বেসামরিক নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, পদ ১১৩

১৪. পদের নাম: ক্রীড়া পিয়ন;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

১৫. পদের নাম: বার্তাবাহক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

১৬. পদের নাম: কক্ষ বেয়ারার;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

১৭. পদের নাম: রুম বয়;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

আরও পড়ুন: নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, নেবে ৮৮

১৮. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১৯টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

১৯. পদের নাম: ক্লাসরুম অ্যাটেনডেন্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

২০. পদের নাম: লাইব্রেরি অ্যাটেনডেন্ট;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

আরও পড়ুুুুুুুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ড নেবে ৪৮১ কর্মকর্তা-কর্মচারী, আবেদন যেভাবে

২১. পদের নাম: ক্লাব অ্যাটেনডেন্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

২২. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা অথবা পেশাদার ঝাড়ুদার;

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর;

আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে;

আবেদন ফি—
টেলিটক প্রি–পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা, ২ থেকে ৯ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ১০ থেকে ২২ নম্বর পদের জন্য ১১২ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: ২৬ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ