বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, আবেদন যেভাবে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০১:১৫ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ০১:৪৩ PM
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের সশস্ত্র এ বাহিনীর ২০২৫ সালে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদের (শুধু পুরুষ প্রার্থী) ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। আবেদন ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;
পদের নাম: এমওডিসি সৈনিক;
পদসংখ্যা: নির্ধারিত নয় (জেলাভিত্তিক);
আবেদনের যোগ্যতা—
১. সাধারণ ট্রেড (জিডি): এসএসসি/সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ-২ পেয়ে উত্তীর্ণ হতে হবে;
২. করণিক ট্রেড (সিএলকে): এসএসসি/সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে;
৩. আর্মোরার ট্রেড (এআরএমআর): এসএসসি/সমমানের (বিজ্ঞান বিভাগ) পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে;
আবেদনের বয়স—
১৬ মার্চ ২০২৫ তারিখে প্রার্থীদের বয়স ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না;
প্রার্থীর উচ্চতা—
*১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত;
*ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি);
প্রার্থীর ওজন—
প্রার্থীর ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড) হতে হবে;
বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি);
চোখ: ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়);
স্বাস্থ্য পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
সাঁতার: অত্যাবশ্যক (নূন্যতম ৫০ মিটার);
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়);
বেতন-ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক ৮,৮০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথবাহিনী নির্দেশাবলি জেএসআই অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্য হবেন;
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তি অনুসারে ৩ ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ ডিসেম্বর ২০২৪;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—