বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিভিন্ন গ্রেডে নেবে ৯৯ জন, আবেদন করুন দ্রুতই

নিয়োগ চলছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরে
নিয়োগ চলছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরে   © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তর। প্রতিষ্ঠানটির ৭ পদে ৯৯ জনের নিয়োগে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ১৮ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তর (প্রতিরক্ষা মন্ত্রণালয়);

১. পদের নাম: সুপারিনটেনডেন্ট;

পদসংখ্যা: ১টি;

বেতনস্কেল: ১১,৩০০—২৭,৩০০ টাকা (গ্রেড-১২);

২. পদের নাম: অফিস সহকারী;

পদসংখ্যা: ৪৫টি;

বেতনস্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৩. পদের নাম: অফিস সহায়ক;

বেতনস্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: ১২০ জনের বড় নিয়োগ যুব উন্নয়ন অধিদপ্তরে, আবেদন অনলাইনে

৪. পদের নাম: মালী;

পদসংখ্যা: ৬টি;

বেতনস্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী;

পদসংখ্যা: ১৯টি;

বেতনস্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

৬. পদের নাম: ইউএসএল;

পদসংখ্যা: ১টি;

বেতনস্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

৭. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;

পদসংখ্যা: ৫টি;

বেতনস্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: বিএএফ শাহীন কলেজে স্কুল ও কলেজ শাখায় শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

বয়স: ১ নভেম্বর ২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে (বিশেষ ক্ষেত্রে ৩২ বছর এবং ৬ নম্বর পদের ক্ষেত্রে ২৫ থেকে ৩৫ বছর);

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে ১ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা, ২ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৩ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ নভেম্বর ২০২৪, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, দরকারি কাগজপত্র ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

BNCC Real


সর্বশেষ সংবাদ