কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরি, নেবে ৩৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ১৯ ক্যাটাগরির পদে ৩৫ জনের নিয়োগে বুধবার (২৩ অক্টোবর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: অধ্যাপক;

বিভাগ: ইতিহাস বিভাগ;

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৫৬,৫০০—৭৪,৪০০ টাকা (গ্রেড–৩);

২. পদের নাম: সহযোগী অধ্যাপক;

বিভাগ: দর্শন বিভাগ;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৫০,০০০—৭১,২০০ টাকা (গ্রেড-৪);

৩. পদের নাম: সহযোগী অধ্যাপক;

বিভাগ: ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ (১টি),  ইতিহাস বিভাগ (১টি);

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৫০,০০০—৭১,২০০ টাকা (গ্রেড-৪);

৪. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগ:  ইতিহাস বিভাগ;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৩৫,৫০০—৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

৫. পদের নাম: প্রভাষক;

বিভাগ: ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ (১টি), ইতিহাস বিভাগ (১টি);

পদসংখ্যা:  ২টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আরও পড়ুন: জাতীয় রাজস্ব বোর্ডে চাকরি, নেবে ৪৩ 

৬. পদের নাম: পেশ ইমাম;

পদসংখ্যা:  ১টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

৭. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা:  ১টি;

বেতন স্কেল: ১২,৫০০—৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

৮. পদের নাম: অফিস সহকারী কাম ডাটা প্রসেসর;

পদসংখ্যা:  ২টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

৯. পদের নাম: ড্রাইভার (হেভি);

পদসংখ্যা:  ১টি;

বেতন স্কেল: ৯,৭০০—২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

১০. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

১১. পদের নাম: স্টোর কিপার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

১২. পদের নাম: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: জাতীয় রাজস্ব বোর্ড নেবে ১১৪ জন, এইচএসসি পাসেই আবেদন

১৩. পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

১৪. পদের নাম: প্যাথলজি টেকনিশিয়ান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

১৫. পদের নাম: ড্রাইভার (হালকা);

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

১৬. পদের নাম: মেকানিক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

১৭. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

১৮. পদের নাম: সিক বয়/সিক গার্ল;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

১৯. পদের নাম: বাস হেলপার;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে নির্ধারিত ৮ সেট আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ ও জমাদানের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি

সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে রেজিস্ট্রার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সোনালী ব্যাংক লিমিটেড, বিশ্ববিদ্যালয় শাখা, ময়মনসিংহ বরাবর ১ থেকে ৬ নম্বর পদের জন্য ৬০০ টাকা, ৭ নম্বর পদের জন্য ৩০০ টাকা, ৮ থেকে ১৬ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ১৭ থেকে ১৯ নম্বর পদের জন্য ১০০ টাকা সমমূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করে তার রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: রেজিস্ট্রার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ-২২২৪।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ নভেম্বর ২০২৪, বিকেল ৫টা।

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ