চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে শাহবাগে অবস্থান চাকরিপ্রার্থীদের

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৫ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৫ PM
শাহবাগে অবস্থান নিয়েছেন চাকরিপ্রার্থীরা

শাহবাগে অবস্থান নিয়েছেন চাকরিপ্রার্থীরা © টিডিসি ফটো

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে ফের শাহবাগে অবস্থান নিয়েছেন চাকরিপ্রার্থীরা। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে থেকে এ কর্মসূচি পালন করছেন তারা। রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে মহাসমাবেশ কর্মসূচির পালনের ঘোষণা রয়েছে তাদের। সে অনুযায়ী, শত শত চাকরিপ্রার্থী উপস্থিত হয়ে বক্তব্য ও নানা ধরনের স্লোগান দিচ্ছেন। 

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। শর্তসাপেক্ষে বয়সসীমা উন্মুক্ত করারও দাবি তাদের। এর আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর  সাতদিনের আল্টিমেটামসহ কয়েক দফা মহাসমাবেশ করেছেন তারা। 

চাকরিপ্রার্থীরা বলছেন, তাদের দাবি যৌক্তিক হলেও বিগত আওয়ামী লীগ সরকার মানেনি। তারা বয়স না বাড়ানোর সিদ্ধান্তে বরাবরই অনড় ছিলেন। ফলে দীর্ঘদিন আন্দোলন করলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়েনি। তবে ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসায় তাদের দাবি মানা হবে বলে আশা তাদের।

আরো পড়ুন: শান্তি মিছিলে অংশ নিয়েও উপাচার্য বহাল, ক্ষোভ শিক্ষার্থীদের

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এ চিঠি গত ১৮ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান এ চিঠিটি দেন। এরপরই চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর হচ্ছে বলে গুঞ্জন ওঠে। তবে পরে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার খবর গুজব বলে জানিয়ে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, ‘আমার একটাই জবাব- গুজবে কান দেবেন না।’

যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ভর্তি কার্যক্রম শুরুর তারিখ জানাল রুয়েট
  • ২৫ জানুয়ারি ২০২৬