প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী মেডিকেল ইউনিটে অসামরিক পদে চাকরি

বাংলাদেশ  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লোগো
বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লোগো  © সংগৃহীত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক চিকিৎসা মহাপরিদপ্তরের ঢাকা সেনানিবাস ও এর আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিটে ১৮টি ভিন্ন পদে ৩৯ জনের নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা দেশের আগ্রহী প্রার্থীরা আগামী  ৯ অক্টোবর বিকেল ৫টার মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর (প্রতিরক্ষা মন্ত্রণালয়);

১. পদের নাম: রিসার্চ অ্যাসিসট্যান্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড: ১৪);

২. কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৩টি;

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড: ১৬);

৩. এফডব্লিউএ;

পদসংখ্যা: ৭টি;

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড: ১৬);

আরও পড়ুন: সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে ৯ম-২০তম গ্রেডে ২৩ ক্যাটাগরির ৭৮ পদে চাকরি

৪. মিউজিয়াম কেয়ারটেকার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড: ১৬);

৫. স্টোরম্যান;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড: ১৬);

৬. বাটলার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮,৮০০—২১,৩১০ টাকা (গ্রেড: ১৮);

৭. ল্যাব পরিচারক;

পদসংখ্যা: ২টি;

বেতন: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড: ১৯);

৮. অগ্নিনির্বাপক;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড: ১৯);

৯. ল্যাব বিয়ারার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড: ১৯);

১০. অফিস সহায়ক;

পদসংখ্যা: ৭টি;

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড: ২০);

আরও পড়ুন: বেপজায় নতুন নিয়ােগ, নেবে ৪৮ জন

১১. নিরাপত্তা প্রহরী;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড: ২০);

১২. শ্রমিক;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড: ২০);

১৩. আয়া;

পদসংখ্যা: ৪টি;

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড: ২০);

১৪. বাবুর্চি;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড: ২০);

১৫. মালী;

পদসংখ্যা: ২টি;

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড: ২০);

১৬. সহকারী বাবুর্চি;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড: ২০);

১৭. মেসওয়েটার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড: ২০);

১৮. পরিচ্ছন্নতাকর্মী;

পদসংখ্যা: ৩টি;

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড: ২০);

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট লগ-ইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। 

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ১—৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ  ২২৩ টাকা এবং ৬—১৮ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ

আগ্রহী প্রার্থীরা আগামী ৯ অক্টোবরের (বিকেল ৫টার মধ্যে) মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা, সুযোগ-সুবিধা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ