আটককৃতদের মুক্তি চেয়ে ৩ ঘন্টার আলটিমেটাম ৩৫ প্রত্যাশীদের

  © টিডিসি ফটো

শাহবাগে আন্দোলনরত অবস্থায় আটক হওয়া ৩৫ প্রত্যাশীদের মুক্তির দাবিতে ৩ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। তাদের দাবি না মানা হলে একযোগে অনশনে বসার ঘোষণা দিয়েছেন। শনিবার (১১ মে) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে সাংবাদিকদের এ জানান তারা। 

এসময় ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ বলেন, গ্রেফতারকৃত শিক্ষার্থীদের আগামী ৩ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। মুক্তি না দিলে আমরা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা একযোগে অনশনে বসবো। এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ উঠবো না। 

আন্দোলনকারীদের মধ্যে খাদিজা বলেন, পুরুষ পুলিশ কোন হিসেবে নারী শিক্ষার্থীর উপর হামলা করে আমরা জানি না। পুরুষ পুলিশ আমাকে ধরে আমাকে আহত করেছে। সেই ভিডিও আপনারা দেখেছেন। আমরা বলতে চাই পুলিশ আমাদের বন্ধু, সুতরাং তারা অবশ্যই আমাদের আটককৃত শিক্ষার্থীদের মুক্তি দিয়ে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করবে।

গ্রেফতারকৃত আন্দোলনকারীরা হলেন, সুলতানা সিদ্দিকী (সাংবাদিক), রিমা, সাবেক ছাত্রী, (নরসিংদী সরকারি কলেজ), বৃষ্টি, সাবেক ছাত্রী, (রাজশাহী বিশ্ববিদ্যালয়), আলামিন, সাবেক ছাত্র, (সোনারগাঁও বিশ্ববিদ্যালয়), নূর মোহাম্মদ নূর, (সরকারি বাংলা কলেজ), হুমায়ুন কবির, (জগন্নাথ বিশ্ববিদ্যালয়),মানিক দাস, (শহীদ সোহরাওয়ার্দী কলেজ), মো. রাসেল, (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), শেখ ফরিদ, (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), আজম মোহাম্মদ, (পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মামুনুর রশিদ, (ঢাকা কলেজ), সাদ্দাম হোসেন, (ঢাকা কলেজ), আব্দুল হাকিম, (মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়)।

এর আগে, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশবক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সমাবেশ শেষে আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে তাদেরকে আটকায় শাহবাগ থানা পুলিশ। এসময় আন্দোলনকারীদের উপর চড়াও হয়ে ১৩ জনকে আটক করেছে পুলিশ এমন তথ্য জানিয়েছে আন্দোলনকারীরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence