পরিদর্শিকা নিয়োগে দুর্নীতি, ১০৮০ পদের পরীক্ষা বাতিল
পরিবার পরিকল্পনা অধিদপ্তর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১১:০৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকার ১ হাজার ৮০টি পদের নিয়োগপ্রক্রিয়া নতুন করে নেওয়া হবে। আগে পরীক্ষায় দুর্নীতির বিষয়টি প্রমাণিত হওয়া তা বাতিল করে আজ রবিবার পরিবার পরিকল্পনা অধিদপ্তর বিষয়টি জানিয়েছে।
জানা যায়, সাড়ে তিন বছরের বেশি সময় ধরে আটকে ছিল এই নিয়োগপ্রক্রিয়া। পরিবারকল্যাণ পরিদর্শিকার ১ হাজার ৮০টি শূন্য পদে নিয়োগের জন্য ২০২০ সালের ১০ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সাড়ে তিন বছর পরও তাদের নিয়োগপ্রক্রিয়া শেষ হয়নি।
গত বছরের মাঝামাঝি সময়ে এই নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার পর ৯০ শতাংশই দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে নিয়োগপ্রত্যাশীরা বলেছিলেন, এই নিয়োগ পরীক্ষায় ১ হাজার ৮০ জন চাকরিপ্রার্থীর মধ্যে ৯৭২ জনকে অর্থের বিনিময়ে পাশ করে দেওয়া হয়েছে। বিনিময়ে তাদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
এরই প্রেক্ষিতে পরবর্তী আগস্টে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে একটি কমিটি করা হয়। সেই কমিটির সিদ্ধান্তে এই নিয়োগপ্রক্রিয়া বাতিল করে নতুন করে নেওয়া হবে বলে জানায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
