রাজউকে ৯৫ জনের চাকরির সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১০:১৩ AM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩, ১০:১৩ AM
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রতিষ্ঠানটিতে ০৩টি পদে মোট ৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. পদের নাম: আইন উপদেষ্টা
পদ সংখ্যা: ১০
আবেদন যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে নূন্যতম ১০ বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১৫ বছরের আইন পেশায়/ বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞা আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।
২. পদের নাম: আইন পরামর্শক
পদ সংখ্যা: ১০
আবেদন যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে নূন্যতম ১০ বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১৫ বছরের আইন পেশায়/ বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞা আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. পদের নাম: প্যানেল আইনজীবী
পদ সংখ্যা: ৭৫
আবেদন যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে নূন্যতম ০৫ বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ০৭ বছরের অভিজ্ঞতা অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১০ বছরের আইন পেশায়/ বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞা আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীকে অবশ্যই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার যে কোনো আইনজীবী সমিতির সদস্যপদ থাকতে হবে।
আরও পড়ুন: নেসকোতে একাধিক পদে চাকরি, বেতন সর্বোচ্চ ১ লাখ ২২ হাজার
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ওয়েবসাইট www.rajuk.gov.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদন ফি: চেয়ারম্যান, রাজউক, ঢাকা এর অনুকূলে সোনালী ব্যাংক/জনতা ব্যাংক/অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় ৫০০ টাকার অফেরতযোগ্য হিসেবে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (আইন), আইন শাখা, ৮ম তলা, এনেক্স ভবন, রাজউক, মতিঝিল, ঢাকা-১০০০।
(বিঃ দ্রঃ: যেসব প্রার্থীরা পূর্বের সার্কুলারে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই)