ব্যবস্থাপক নিয়োগ দেবে ন্যাশনাল টি কোম্পানী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৫ AM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ PM
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের বাগান ও প্রধান কার্যালয়ের জন্য শূন্যপদসমূহে লোকবল নিয়োগ দিবে।
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড
পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক
আবেদনের যোগ্যতা: কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ ৪ (চার) বছরের স্নাতক ডিগ্রী অথবা ২য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে। তবে কৃষি, উদ্ভিদ বিজ্ঞান অথবা চা চাষ সংক্রান্ত বিষয়ে ডিগ্রীধারীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতা: প্রার্থীকে কোন প্রতিষ্ঠিত চা কোম্পানীতে মহাব্যবস্থাপক অথবা তদূর্ধ্ব পদমর্যাদায় কমপক্ষে ৫ (পাঁচ) বছর কাজ করার অভিজ্ঞতাসহ সংশ্লিষ্টাতে কমপক্ষে ২০ (বিশ) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। চা চাষ, চা উৎপাদন, চা প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও চা বাগান ব্যবস্থাপনার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়া প্রাণীর শ্রম আইন, কর্পোরেট আইন, সিকিউরিটিস আইন, কোম্পানী আইনসহ প্রাসঙ্গিক অন্যান্য আইন ও বিধিবিধান সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। তাঁকে নেগোশিয়েশনে দক্ষ এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন ও সদালাপী হতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর
পদের নাম: কোম্পানী সচিব
আবেদনের যোগ্যতা: কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ ৪ (চার) বছরের স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারী অব বাংলাদেশ (আইসিএসবি) এর সনদ প্রাপ্ত সদস্য হতে হবে।
অভিজ্ঞতা: স্বনামধন্য লিস্টেড কোম্পানীর সচিব হিসেবে ৫ (পাঁচ) বছর কাজের অভিজ্ঞতা ও কোম্পানী আইন, সিকিউরিটিস আইন শ্রম আইনসহ প্রাসঙ্গিক অন্যান্য আইন, বিধিবিধান ও শেয়ার ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞ হতে হবে।
এছাড়া আরজেএসসি, বিএসইসি ডিএসই সিএসইসহ নিয়ন্ত্রক সংস্থা সমূহের সাথে কাজের অভিজ্ঞতাসহ কোম্পানীর বিভিন্ন সভার কার্যপত্র প্রস্তুত, মিনিটস্ লিখন, কমপ্লায়েন্সসহ অন্যান্য প্রতিবেদন প্রস্তুতসহ সংশ্লিষ্ট কাগজপত্র ও দলিল পত্রাদি সংরক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে। তাকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সমূহের জন্য নির্ধারিত সকল নির্দেশনা পরিপালনের ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন হতে হবে। শেয়ার বাজার সংক্রান্ত বিষয়ে সম্যক জ্ঞান ও বিনিয়োগকারীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার মানসিকতা থাকতে হবে।
বয়সসীমা: অনুর্ধ্ব ৪০ (চল্লিশ)
পদের নাম: ব্যবস্থাপক (অর্থ হিসাব)
আবেদনের যোগ্যতা: কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বা ফাইনান্স বিষয়ে সম্মানসহ ৪ (চার) বছরের স্নাতক ডিগ্রি অথবা একই বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি এবং সিএ/আইসিএমএ কোর্স সম্পন্ন হতে হবে। সিএ ইন্টারমিডিয়েট পাস প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতা: স্বনামধন্য বাণিজ্যিক অথবা শিল্প প্রতিষ্ঠানে ব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) হিসেবে ১০ (দশ) বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন: প্রোগ্রাম কোঅর্ডিনেটর নেবে রেডক্রিসেন্ট, নিয়োগ ঢাকায়।
বয়সসীমা: অনুর্ধ্ব ৪০ (চল্লিশ)
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (আইটি)
আবেদনের যোগ্যতা: কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স /কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে সম্মানসহ ৪ বছরের স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে।
অভিজ্ঞতা: হিসাবরক্ষণ, মজুদ ব্যবস্থাপনা, শ্রম ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা বিষয়ক সফটওয়্যার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। অভ্যন্তরীণ প্রতিবেদন প্রস্তুতের জন্য সফটওয়্যার তৈরীসহ কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়ার স্থাপন, রক্ষণাবেক্ষণ, মেরামত, সার্ভার রক্ষণাবেক্ষণ, সংযোগ বা সংযোগ বিহীন নেটওয়ার্কিং সম্পর্কে পারদর্শী। হতে হবে। প্রার্থীকে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সদস্য হতে হবে।
বয়সসীমা: অনুর্ধ্ব ৩৫ (পঁয়ত্রিশ)
পদের নাম: সহকারী বাগান ব্যবস্থাপক
আবেদনের যোগ্যতা: কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে টি টেকনোলজি / এগ্রিকালচার / বোটানী / ফরেস্ট্রি বিষয়ে সম্মানসহ ৪ (চার) বছরের স্নাতক ডিগ্রী বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রী অথবা নয় শ্রেণীর ছাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয় হবে।
বয়সসীমা: অনুর্ধ্ব ৩৫ (পঁয়ত্রিশ)
বেতন ও সুযোগ-সুবিধা: কোম্পানীর বেতনক্রম অনুসারে বেতন ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া: আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ, ১ ফেব্রুয়ারী, ২০২৩ তারিখে প্রার্থীর বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নং, ইমেইল এড্রেস, প্রার্থীর বিষয়ে তথ্য দানে সক্ষম দুই জন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নং, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা, বিবাহিত হলে সন্তান সংখ্যা উল্লেখ করতে হবে। সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি এবং বিভিন্ন পরীক্ষা পাসের সার্টিফিকেট/প্রশংসা পত্র এবং অভিজ্ঞতার প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে কোম্পানীর ঠিকানায় পৌঁছাতে হবে।
ঠিকানা: ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড, বিজিআইসি টাওয়ার, (৮ম তলা); ৩৪, তোপখানা রোড, ঢাকা- ১০০০
আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারী, ২০২৩।