পাঁচ পদে প্রভাষক নিয়োগ দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগে পাঁচজন প্রভাষক নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা ১৪ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়

পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ৫টি

বিভাগ ও পদসংখ্যা: ইতিহাস বিভাগে তিনটি ও সমাজকর্ম বিভাগে দুটি।

আবেদনের যোগ্যতা: এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) জিপিএ কমপক্ষে ৯.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং যে কোনো একটিতে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে।

উল্লিখিত যোগ্যতা থাকলেই কেবল উচ্চতর ডিগ্রি, শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা এবং প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা 

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে তার প্রিন্ট কপি ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি পাঠাতে হবে। অনলাইনে ফরম পূরণ করতে ক্লিক করুন এইখানে

ফরমের ফ্রিন্টকপিসহ শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত প্রতিলিপি, সব গবেষণা প্রবন্ধ / প্রকাশনার কপি (প্রযোজ্য বিশ্ববিদ্যালয়। ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করে আট সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র রেজিস্টারের দফতরে ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি পাঠাতে হবে।

আবেদন ফি: ৬০০/- টাকা

আবেদনের শেষ সময়:  ১৪ ফেব্রুয়ারি ২০২৩


সর্বশেষ সংবাদ