অমর একুশে গ্রন্থমেলা

দল বেঁধে আড্ডা বইপ্রেমীদের

কাল দ্বার খুলবে বেলা ১১টায়
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৬ PM
বৃহস্পতিবার সন্ধ্যায় মেলার দৃশ্য

বৃহস্পতিবার সন্ধ্যায় মেলার দৃশ্য © টিডিসি ফটো

আজ বৃহস্পতিবার সপ্তাহ পার করলো অমর একুশে গ্রন্থমেলার। এদিন ছিলো সপ্তাহের শেষ কর্মদিবস। তাই পূর্ব নির্ধারিত সময় বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশদ্বার খোলার পর দর্শনার্থী ও ক্রেতার দীর্ঘ লাইন ছিলো না। তবে বেলা গড়িয়ে সন্ধ্যা নামাার সঙ্গে মেলা প্রাঙ্গণ নানা বয়সী দর্শনার্থীর সমাগমে মুখরিত হয়ে উঠে। স্থানে স্থানে শুরু হয় বইপ্রেমীদের আড্ডা। অনেকেই দল বেঁধে আড্ডা দিয়েছেন বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানাংশে।

সন্ধ্যায় বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, কিছু স্টলে পাঠকদের প্রচন্ড ভিড় থাকলেও স্টল প্রায় অলস সময় কাটাচ্ছে। প্রথমা প্রকাশনীর স্টলে দেখা মিলল বিশিষ্ট কথা সাহিত্যিক আনিসুল হকের। প্রিয় লেখকের দেখা পেয়ে অনেকে বই কিনছেন, অটোগ্রাফ নিচ্ছেন আর ছবি তোলার সুযোগটাও কাজে লাগাচ্ছেন!

পলাশ নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর সাথে দেখা হয় মেলায়। তিনি বলেন, জীবনের প্রথম বইমেলায় এসে অনেক ভাল লাগছে। আগে গ্রামে থাকায় বইমেলায় আসার সুযোগ হয়নি। অন্যদিকে, মেলার বিভিন্ন প্রকাশনীর সাথে কথা বলে জানা যায়, তাদের প্রত্যাশার চেয়ে একটু কমই বেচাবিক্রি হচ্ছে। তবে আগামীকাল শুক্রবার থাকায় বেশ ভাল জনসমাগম হবে বলে আশা করছেন তারা। এদিন মেলার দ্বার খুলবে সকাল ১১টায়।

সন্ধ্যায় মেলার সোহরাওয়ার্দী উদ্যানাংশে আড্ডা দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সোহেল, করিম এবং তানিয়া। করিম জানান, বন্ধুদের সঙ্গে সন্ধ্যার দিকে প্রায় আসা হয় মেলায়। সবাই মিলে আড্ডা দিই আর খোঁজ করি প্রিয় লেখকের বই। প্রিয় লেখকের বই চোখে পড়লে কিনে নিই।

কাল দ্বার খুলবে বেলা ১১টায়: আগামীকাল শুক্রবার অমর একুশে গ্রন্থমেলার অষ্টম দিন। মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। ছোটবেলা থেকেই শিশুদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে প্রতিবছরই শুক্র-শনিবার শিশুপ্রহর ঘোষণা করে মেলা কর্তৃপক্ষ।

শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা: অমর একুশে উদ্যাপনের অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে ৮টায় গ্রন্থমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করবেন চিত্রশিল্পী আবুল বারক্ আলভী।

নতুন বই ১৬১টি: অমর একুশে গ্রন্থমেলার সপ্তমদিন বৃহস্পতিবার নতুন বই এসেছে ১৬১টি। এরমধ্যে-গল্প ২১টি, উপন্যাস ২৮টি, প্রবন্ধ ২টি, কবিতা ৫৩টি, গবেষণা ৩টি ছড়া ১টি, শিশুসাহিত্য ৭টি, জীবনী ৪টি, মুক্তিযুদ্ধ ৩টি, বিজ্ঞান ৪টি, ভ্রমণ ৮টি, ইতিহাস ৫টি, রাজনীতি ১টি, চি:/স্বাস্থ্য ১টি, রম্য/ধাঁধা ২টি, ধর্মীয় ৩টি, সায়েন্স ফিকশন ৫টি, এবং অন্যান্য ১০টি।

গ্রন্থমেলার মূলমঞ্চ: বৃহস্পতিবার বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ভাষাবিজ্ঞানী মুহম্মদ আবদুল হাই : জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন ড. সৌমিত্র শেখর। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক মনিরুজ্জামান, শহীদ ইকবাল এবং তারিক মনজুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি মুহম্মদ নূরুল হুদা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিকণ্ঠে কবিতাপাঠ করেন কবি রুবী রহমান এবং শিহাব সরকার। আবৃত্তি পরিবেশন করেন মাহফুজ মাসুম এবং কাজী বুশরা আহমেদ তিথি। সংগীত পরিবেশন করেন শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, কান্তা নন্দী, সন্দীপন দাস, সাজেদ ফাতেমী, শান্তা সরকার এবং মোঃ নূরুল ইসলাম। যন্ত্রাণুষঙ্গে ছিলেন পুলিন চক্রবর্তী (তবলা), মো. হোসেন আলী (বাঁশি), ডালিম কুমার বড়–য়া (কী-বোর্ড), আশুতোষ শীল (দোতারা)।

কালকের অনুষ্ঠানসূচি: বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে চিত্রশিল্পী পরিতোষ সেন : জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আবুল মনসুর। আলোচনায় অংশগ্রহণ করবেন মতলুব আলী, সৈয়দ আবুল মকসুদ এবং আমীরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রফিকুন নবী। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, কবিতা-আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

চকরিয়ায় বিশেষ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ নারী আটক
  • ১৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে যু…
  • ১৫ জানুয়ারি ২০২৬
তিতাসের পাড়ে একদিন, জীবন ও নদীর মেলবন্ধন
  • ১৫ জানুয়ারি ২০২৬
আদালতে মিথ্যা মামলা দায়ের করতে এসে বাদী নিজেই কারাগারে
  • ১৫ জানুয়ারি ২০২৬
স্ত্রী তাসনিম জারা ও নিজেকে নিয়ে ছড়ানো লেখা ‘বিভ্রান্তিকর’ …
  • ১৫ জানুয়ারি ২০২৬
ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর 
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9