বইমেলায় আসছে গল্পের পসরায় সজ্জিত ‘রাজহংসী বধ’

০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৪ AM
মো. মাহফুজুর রহমান

মো. মাহফুজুর রহমান

নোয়াখালী সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাহফুজুর রহমান রচিত ‘রাজহংসী বধ’ প্রকাশিত হতে যাচ্ছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়।কিশোর-কিশোরীদের গল্প নিয়ে লেখা গল্পগ্রন্থটিতে লেখকের বাস্তব অভিজ্ঞতারও চাপ পড়েছে।

কলেজের কয়েকজন দুর্দান্ত কিশোর একবার তাদের বান্ধবীর বিয়ের দাওয়াত খেতে গিয়ে বিচিত্র সমস্যার সম্মুখীন হয়।আসলে সেদিন বান্ধবীর বিয়ে ছিলো না। এই দিকে খিদের জ্বালায় তাদের প্রাণ যায় যায়। তাদের দেখে বাড়ির কর্তা মাত্র এক ছটাক দুধ আনতে বলে তাদের খাওয়ানোর জন্য।খাওয়ার সময় কিশোররা খেয়াল করে, তারা যে পরিমাণ দুধ খেলো তা কমপক্ষে চার-পাঁচ লিটার হবে। শুরু হয়ে যায় এর রহস্য উদঘাটনের কাজ। আনা হল এক ছটাক দুধ আর তারা খেল প্রায় চার-পাঁচ লিটার। অবশেষে তারা একটি পাটিগণিতের মাধ্যমে তার প্রমাণ পায়। সেসময় (গত শতাব্দীর মাঝামাঝি সময়) বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুধের হিসেবে এলাকা ভেদে ভিন্নতা ছিল।

উপর্যুক্ত কাহিনীটি ‘রাজহংসী বধ’ গল্পের বইয়ের এগারোটি গল্পের মধ্যে অন্যতম। এছাড়াও এই বইটিতে রয়েছে বাংলার সর্বকালের অন্যতম সেরা বীর যোদ্ধা, বারো ভূঁইয়াদের নেতা ঈসাখাঁ’র একটি চমকপ্রদ কাহিনী। কঠিন হৃদয়ের এক শিক্ষকের একছাত্রীর প্রেমে হাবুডুবু খাওয়ার কাহিনী নিয়ে রয়েছে একটি গল্প। এই গল্পটির নামেই হল ‘রাজহংসী বধ’ যার নামে বইটি নামকরণ হয়েছে। এছাড়াও এই বইটিতে রয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক (রাঃ) এর মহানুভবতা নিয়ে একটি গল্প।

বইটিতে আরও রয়েছে আবু কালাম নামের নির্ভীক এক কিশোরের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কাহিনী। ঘুমন্ত পাকবাহিনীর অফিসারের মাথার চুল টানার নাম করে অফিসারের কোমরে ঝুলতে থাকা অস্ত্রাগারের চাবি চুরি করে পালিয়ে যায় আবু কালাম। বইটিতে পাঠক পাবেন ‘শিরীন’ নামক মেয়ে কঙ্কালের আত্মজীবনীর স্বাদ। এছাড়া  ‘রিজুমা’ নামক এক রোহিঙ্গা গৃহবধূর জীবনে ঘটে যাওয়া লোমহর্ষক কাহিনী বর্ণিত হয়েছে ‘রিজুমা’ নামের গল্প। রিজুমা ভাগ্যের টানে চলে আসে বাংলাদেশের নোয়াখালী উড়ির চরে। সেখান থেকে পুনরায় জীবনের মায়া ত্যাগ করে ফিরে যায় মায়ানমারে প্রিয় স্বামীকে ফিরে পাবার আশায়।

রাজহংসী বদে লেখকের বাস্তব অভিজ্ঞতা নিয়ে রয়েছে একটি চমৎকার ভ্রমণকাহিনী। যেখানে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের চিত্তাকর্ষক বর্ণনা রয়েছে। সব মিলিয়ে কিশোর-কিশোরীদের জন্য দারুণ একটা বই। বইটি প্রকাশ করেছে চট্রগ্রামের আপন আলো প্রকাশনী এবং ঢাকাতে একুশে বইমেলায় এটার পরিবেশক হল দাঁড়ি-কমা প্রকাশনী। কয়েকদিন পর থেকে একযোগে ঢাকা ও চট্টগ্রাম বই মেলায় পাওয়া যাবে বইটি।

চকরিয়ায় বিশেষ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ নারী আটক
  • ১৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে যু…
  • ১৫ জানুয়ারি ২০২৬
তিতাসের পাড়ে একদিন, জীবন ও নদীর মেলবন্ধন
  • ১৫ জানুয়ারি ২০২৬
আদালতে মিথ্যা মামলা দায়ের করতে এসে বাদী নিজেই কারাগারে
  • ১৫ জানুয়ারি ২০২৬
স্ত্রী তাসনিম জারা ও নিজেকে নিয়ে ছড়ানো লেখা ‘বিভ্রান্তিকর’ …
  • ১৫ জানুয়ারি ২০২৬
ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর 
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9