ছয় বছরের শিশুর পড়ার জন্য বরাদ্দ ১৫ মিনিট, টাইমটেবিল ভাইরাল

২৬ জুন ২০২৩, ১১:৫৮ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
ভাইরাল হওয়া রুটিন

ভাইরাল হওয়া রুটিন © সংগৃহীত

জীবনকে নির্দিষ্ট গতিতে পরিচালনার জন্য অনেকেই দৈনন্দিন রুটিন তৈরি করে থাকেন। ছোটদের ক্ষেত্রে এধরণের রুটিনে সাধারণত পড়ার জন্যই বেশি সময় বরাদ্দ রাখা হয়। তবে সম্প্রতি এর সম্পূর্ন বিপরীত রুটিন তৈরি করে আলোচনার জন্ম দিয়েছে এক শিশু।

ভারতীয় ওই শিশু পড়ালেখার জন্য বরাদ্দ রেখেছে মাত্র ১৫ মিনিট। বাকি সময় বরাদ্দ ঘুম, খাওয়া এবং অন্যান্য কাজের জন্য। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শিশুটির এক আত্মীয় রুটিনটি শেয়ার করলে তা ভাইরাল হয়। ২২ জুন শেয়ার করা টুইটার পোস্টটি একন পর্যন্ত ১.২ মিলিয়ন ভিউ হয়েছে।

আরও পড়ুন: প্রেমের টানে বাংলাদেশী তরুণী ভারতে, স্থান হলো জেলে

ভাইরাল হওয়া রুটিনে দেখা যায়, ছয় বছরের শিশুটির দিন শুরু হয় সকাল ৯ টায়। পরবতী ৩ ঘন্টা বরাদ্দ রাখা হয়েছে নাস্তা, টিভি দেখাসহ অন্যান্য কাজের জন্য। সকাল ১১.৩০ থেকে ২.৩০ পর্যন্ত বরাদ্দ রাখা হয়েছে ‘ফাইটিং টাইম’ হিসেবে৷ আর এর পরের ১৫ মিনিট বরাদ্দ পড়ালেখার জন্য। ২৪ ঘন্টার এ রুটিনে ১৪ ঘন্টাই বরাদ্দ রাখা হয়েছে ঘুমের জন্য।

ভাইরাল হওয়া টুইটার পোস্টে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমি ফাইটিং টাইম সম্পর্কে জানতে আগ্রহী।’ এর উত্তরে পোস্টদাতা লিখেছেন, ‘আমরা সবাই নিজেদের এবং বাড়িকে কাজিনের তিন ঘন্টার আক্রমন থেকে বাঁচাতে ব্যস্ত।’

অপর এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমি রুটিনটি আমার স্কুলপড়ুয়া সন্তানকে দেখিয়েছিলাম। সে এটি খুবই পছন্দ করেছে এবং বলেছে এটিই তার উপযুক্ত রুটিন, আমি যেই রুটিনটি করেছি সেটি নয়।’

ট্যাগ: ভারত
জামায়াতের বাসে হিজাব-নন হিজাব, হিন্দু-মুসলিম-খ্রিষ্টান-বৌদ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
যে কারণে জামায়াতের নারী সমাবেশ স্থগিত
  • ২৯ জানুয়ারি ২০২৬
সাড়ে ১৩ হাজার প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি কাল
  • ২৯ জানুয়ারি ২০২৬
সেই মুয়াজ্জিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় চাকরিচ্যুতি, সেই মুয়াজ্জি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফেনীতে মাঠে নেমেছে ১৮ প্লাটুন বিজিবি
  • ২৯ জানুয়ারি ২০২৬