গণরুম মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ‘স্বর্গীয় পরিবেশ’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণরুম! এক সময় যেগুলো ছিল ক্ষমতাসীন ছাত্র সংগঠনের টর্চার সেল। অনেকে এটাকে তুলনা করেছেন হিটলারের কনসান্ট্রেশন ক্যাম্পের সাথে। ১৮টি হলের ১২৮টি গণরুমে প্রতিবছর গড়ে আড়াই হাজার শিক্ষার্থী নিষ্পেষিত হতো। এদের অধিকাংশই ছিল প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। উচ্চশিক্ষা জীবনের শুরুতেই শিক্ষার্থীরা যে বড় ধাক্কাটা পেত তার রেশ থেকে যেতো বাঁকি জীবন জুড়েই। তবে অবশেষে সেই অন্ধকার গল্পের ইতি হতে যাচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হাতেগোনা কয়েকটি পরিবর্তন এসেছে তন্মধ্যে গণরুমের বিলুপ্তি একটি অনন্য সংযোজন। শিক্ষার্থীরা বলছেন, গণরুম মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে স্বর্গীয় পরিবেশ বিরাজ করছে।
- স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়
- ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২০