ছাত্রলীগের বিচারের দাবিতে উপাচার্যকে বাকৃবি ছাত্রদলের স্মারকলিপি

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছে বাকৃবি ছাত্রদল

উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছে বাকৃবি ছাত্রদল © টিডিসি ফটো

ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এবং দোষীদের শাস্তি নিশ্চিতের দাবিতে উপাচার্য বরাবর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল স্মারকলিপি প্রদান করেছে। পাশাপাশি ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করা ব্যক্তিদের চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্মারকলিপি প্রদানের বিষয়টি জানিয়েছেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান।

ছাত্রদল নেতারা স্মারকলিপিতে অভিযোগ করেন, ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের ফলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে। নিরীহ শিক্ষার্থীদের উপর নির্যাতন, দখলদারিত্ব এবং দমন-পীড়নের মাধ্যমে ক্যাম্পাসে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয়েছে।

স্মারকলিপিতে তারা বাকৃবি উপাচার্যের কাছে দুইটি দাবি উপস্থাপন করেন— ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অত্র প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করে সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করতে হবে এবং অন্যটি ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, সদস্য সচিব শফিকুল ইসলাম শফিকসহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, শিক্ষাঙ্গণ থেকে সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, এসব অপরাধের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত না করা হলে, ছাত্রদল কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

এ বিষয়ে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোসর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পদধারী নেতা ও তাদের দোসররা ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হলে অবস্থান করছে বলে সাধারণ শিক্ষার্থীদের মনে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে ‘

তিনি আরও বলেন, ‘বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্তপূর্বক নিষিদ্ধ সংগঠনের কর্মীদেরকে হল ও ক্যাম্পাস থেকে বিতাড়িত করে ক্যাম্পাসের নিরাপত্তা এবং  শিক্ষার শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ নিতে অনুরোধ করা হলেও অজ্ঞাত কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অদ্যাবধি এ বিষয়ে দৃশ্যমান কোন উদ্যোগ গ্রহণ করেনি।  এ অবস্থা চলতে থাকলে ক্যাম্পাসে শিক্ষার শান্তিপূর্ণ ও সুষ্ঠু  পরিবেশ এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের মর্যাদা প্রতিষ্ঠা করতে বাকৃবি ছাত্রদলের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলা হবে মর্মে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক হুঁশিয়ারি প্রদান করেন।’

 

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা থেকে নেয়া হচ্ছিল পিস্তল, পথে পুলিশের হাতে ধরা দুই…
  • ২০ জানুয়ারি ২০২৬
গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-৪: প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন…
  • ২০ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9