বাকৃবিতে মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রী আহত

০৪ নভেম্বর ২০১৮, ০৮:১০ PM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মোটরসাইকেলের ধাক্কায় সিনথিয়া আকতার শাওন নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার বিকাল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুলতানা রাজিয়া হলের সামনে ওই দুর্ঘটনা ঘটে। শাওন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শেষ মোড়গামী রাস্তা দিয়ে দুই বহিরাগত বেপরোয়া ভাবে মটর সাইকেল চালিয়ে আসছিল। এ সময় সুলতানা রাজিয়া হলের সামনে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি বেপরোয়াভাবে শাওনকে ধাক্কা দেয়। এ সময় শাওন তার পায়ে গুরুতর আঘাত পান। তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন বলেন, মোটরসাইকেলের চালকসহ দুই জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ বিষয়টির ব্যবস্থা নিবে। শাওনের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শাওন প্রাথমিকভাবে পায়ে গুরুতর আঘাত পেয়েছে বলে জানা গেছে। তবে পা ভেঙেছে কিনা হাসাপাতালে এক্সরে করার পর তা জানা যাবে।

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পরিকল্পনা জয় শাহর: ভারতী…
  • ২৪ জানুয়ারি ২০২৬
একটি দল এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে: চরমোনাই প…
  • ২৪ জানুয়ারি ২০২৬
২০ বছর পর আজ চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান
  • ২৪ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা আদায় ৪৫ হাজার টাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, জেনে নিন খুঁটিনাটি
  • ২৪ জানুয়ারি ২০২৬