বাকৃবিতে ছাত্র ফ্রন্টের অবস্থান কর্মসূচি

২৫ অক্টোবর ২০১৮, ০৮:৪০ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্র ফ্রন্টের কার্যালয় খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাকৃবি ছাত্র ফ্রন্টের (বাসদ মার্ক্সবাদী) নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচির আগে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক গৌতম করের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সভাপতি রাফিকুজ্জামান ফরিদ, সহসভাপতি জুনায়েদ হাসান, সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ দাশ এবং দপ্তর সম্পাদক মাগফুরা জেরিন।

এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ক্যাম্পাস ও সারাদেশের গণমানুষের স্বার্থে সকল গণতান্ত্রিক আন্দোলন ও সংকটে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এমন একটি সক্রিয় প্রগতিশীল ছাত্র সংগঠনের অফিস প্রায় দুই বছর ধরে সিলগালা করে রাখা হয়েছে। আগামী ১০ নভেম্বরের মধ্যে কার্যালয় খুলে না দিলে বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় অচল করে দেওয়া হবে বলে জানান তারা।

উল্লেখ্য, ২০১৩ সালে সারাদেশের মত বাকৃবিতে ছাত্র ফ্রন্টের বিভাজনে মার্ক্সবাদী এবং বাসদ খালেকুজ্জামান দুইটি গ্রুপের জন্ম হয়। কিন্তু বিভক্তির পর থেকে বাকৃবি ছাত্র ফ্রন্টের কার্যালয় মার্ক্সবাদীরাই ব্যবহার করে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল কার্যালয় দখল নিয়ে বাকৃবি ছাত্র ফ্রন্টের দুই দলের মধ্যে দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটে। পরে ২৮ এপ্রিল শুক্রবার কার্যালয় সিলগালা করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা এখন পর্যন্ত সিলগালা অবস্থায় রয়েছে।

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পরিকল্পনা জয় শাহর: ভারতী…
  • ২৪ জানুয়ারি ২০২৬
একটি দল এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে: চরমোনাই প…
  • ২৪ জানুয়ারি ২০২৬
২০ বছর পর আজ চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান
  • ২৪ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা আদায় ৪৫ হাজার টাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, জেনে নিন খুঁটিনাটি
  • ২৪ জানুয়ারি ২০২৬