বাকৃবিতে পুজার ছুটি শুরু হচ্ছে মঙ্গলবার
- বাকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ০২:৫০ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০২:৫০ PM
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তিন দিনের ছুটি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে। চলবে ১৮ অক্টেবর বৃহস্পতিবার পর্যন্ত। তবে তিন দিনের ছুটি হলেও মাঝে শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট পাঁচ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ এবং প্রকাশনা দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যথারীতি ২১ অক্টেবর রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। তবে এ ছুটিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা প্রিয়জনদের সাথে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন।